Issue area অ্যাকাউন্ট সুরক্ষা

এই আধুনিক যুগে আমরা অনলাইন মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি যেমন জিমেইল, ফেসবুক, মাইক্রোসফট ইত্যাদি । এইগুলো ব্যবহারের সাথে এর সুরক্ষা খুব বেশি প্রয়োজন তা না হলে আমাদের অনেক ব্যক্তিগত তথ্য চুরি, অ্যাকাউন্ট হ্যাকিং থেকে শুরু করে বিভিন্ন ধরণের সমস্যায় পড়তে পারি। এসব সমস্যা থেকে নিরাপদ থাকার জন্য কীভাবে অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন সে ব্যাপারে জানা খুবই জরুরি।আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন কীভাবে?১। কিছু নিরাপত্তা ব্যবস্থা নিতে পারেনঅ্যাকাউন্টের নিরাপত্তা রক্ষার্থে আপনি একটি নিরাপদ ফোন নম্বর অথবা ইমেইল অ্যাড্রেস যুক্ত করতে পারেন । এই নিরাপদ নম্বর বা ইমেইল আপনাকে সবসময় আপনাকে নিরাপদ বার্তা প্রেরণ করবে যে কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করলো কিনা । আমাদের অ্যাকাউন্টের সাথে সাধারণত অনেক স্মৃতি ও গুরুত্বপূর্ণ তথ্য থাকে। অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হলে এসব তথ্য আমাদের থেকে বেহাত হয়ে যেতে পারে। আপনি যদি অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার ও ইমেইল এড্রেস যুক্ত করে রাখেন তাহলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সহজ হবে।২। সফটওয়্যার আপডেট  রাখতে হবেআপনার অপারেটিং সিস্টেম, ব্রাউজার, অ্যাপ যদি আপডেট করা না থাকে তাহলে হ্যাকার দ্বারা আক্রান্ত  হওয়ার সম্ভাবনা থাকে। আর আপনি যদি আপনার সিস্টেম, ব্রাউজার, অ্যাপ আপডেট  রাখেন তাহলে এ সম্ভাবনা কমে যায়। মনে করুন আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে আপনি ক্রোমের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লেটেস্ট ভার্শন ডাউনলোড করে নিন অথবা ডিভাইসে থাকা সফটওয়্যার আপডেট করে নিন। অ্যান্ড্রয়েড ফোন এর ক্ষেত্রে মাইক্রোসফট স্টোর, অ্যাপলের প্লে স্টোর বা গুগল প্লে-স্টোর যাই আপনি ব্যবহার করুন না কেন সেই স্টোরে  গিয়ে সকল অ্যাপ আপডেট করতে পারবেন।৩। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করাআপনার একটা অ্যাকাউন্ট সুরক্ষার জন্য  শক্তিশালী পাসওয়ার্ড খুব বেশী জরুরী । পাসওয়ার্ড শক্তিশালী করার জন্য বিভিন্ন সংকেত, সংখ্যা এবং অক্ষর মিলিয়ে তৈরি করতে পারেন। অক্ষর ব্যবহারের ক্ষেত্রেও বড় হাতের-ছোট হাতের মিলিয়ে ব্যবহার করলে পাসওয়ার্ড শক্তিশালী হবে। একইসাথে খেয়াল করবেন পাসওয়ার্ড যাতে বেশ বড় হয় এবং গতানুগতিক না হয়। এবং সবশেষে একটি অতি জরুরি ব্যাপার হচ্ছে কোন ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করে না রাখা এবং পাসওয়ার্ড গোপনীয়তার সাথে সংরক্ষণ করা।৪। অপ্রয়োজনীয় অ্যাপ এবং ব্রাউজার বাদ দিয়ে দিতে হবেপ্রয়োজনের বেশী অ্যাপ ইন্সটল করার দরকার নাই। অপরিচিত অ্যাপ বা অপরিচিত সূত্র থেকে অ্যাপ ইন্সটল করা যাবে না। কারণ এসব অ্যাপ আপনার সকল তথ্য সংরক্ষিত থাকে, যা আপনার নিরাপত্তার ক্ষতি করতে পারে।৫। সন্দেহজনক কিছু এড়িয়ে চলুনযদি আপনার কোন ওয়েবসাইট বা অ্যাপকে সন্দেহ হয় তাহলে সেগুলো ব্যবহার থেকে বিরত থাকুন। এই সন্দেহ নিয়ে কারো সাথে আলোচনা করুন তাহলেই দ্বিধা দূর হয়ে যাবে। যদি এই সাইট বা অ্যাপ খুব জরুরি প্রয়োজনের কিছু হয় তাহলে এক্সপার্ট কারো সহযোগিতা নিন।৬। অগ্রিম সুরক্ষা নিশ্চিত করাআপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কোনভাবে কেউ পেয়ে গেলেও যাতে প্রবেশ করতে না পারে সেজন্য টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করতে পারেন। এটি চালু করে রাখলে আপনি লগইন করার সময় ইমেইল, পাসওয়ার্ড দেয়ার পর ফোন বা ইমেইলের মাধ্যমে একটি কোড আসবে। যে কোড দিয়ে ভ্যারিফাই না করলে লগইন করতে পারবেন না। ধরুন কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে চাইলেও এই কোড না পাবার কারণে প্রবেশ করতে পারবে না।৭। নিরাপদ ষ্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুনহ্যাকাররা অনেক সময় আপনার ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়ার ডাউনলোড করতে কৌশল ব্যবহার করে। এইগুলো প্রতিরোধ করতে উন্নতমানের ব্রাউজার ব্যবহার করুন। অ্যাপ ডাউনলোডের জন্য নিরাপদ মাধ্যম যেমন গুগল প্লে ষ্টোর, অ্যাপলের অ্যাপ ষ্টোর বা মাইক্রোসফট ষ্টোর থেকে ডাউনলোড করন।

আরও জানুন
Issue area অনিরাপদ ওয়েবসাইট চেনার উপায়

আমরা সময়ের সাথে সাথে আমাদের বিভিন্ন রকম ব্যক্তিগত তথ্য আমরা আমাদের কম্পিউটারে সংরক্ষণ করে থাকি। কিন্তু এমন কিছু ক্ষতিকারক ওয়েব সাইট আছে যারা সবসময় আপনার ডিভাইসে সংরক্ষিত তথ্যগুলোতে প্রবেশ করে তার ক্ষতি করতে চায় তাই আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ  বিষয় হল আপনার তথ্যগুলোকে ওইসব ইন্টারনেট প্রিডেটরদের হাত থেকে রক্ষা করা। আপনি আপনার কম্পিউটার চালনার যেকোন একবার না একবার ইন্টারনেট প্রিডেটরদের দ্বারা আক্রান্ত হবেন যারা আপনার কম্পিউটারের তথ্যগুলো নষ্ট করতে চাইবে তাই সবসময় চেষ্টা করবেন ওইসব ক্ষতিকারক ওয়েব সাইট এড়িতে চলতে।আপনি কিছু সর্তকতা অনুসরণ করলে ক্ষতিকর ওয়েবসাইট থেকে আপনাকে রক্ষা করতে পারেন:১। ইমেইলে পাঠানো সন্দেহজনক লিংকে কখনই ক্লিক করবেন না। ২। যদি একটি ওয়েব সাইট অস্বাভাবিক বা ঝুঁকিপূর্ণ মনে হয় তাহলে এড়িয়ে চলুন।৩। আপনি যে ওয়েবসাইটি ব্যবহার করতে চাইছেন সেটি সন্দেহজনক মনে হলে তা সঠিক কিনা যাচাই করে নিন। দেখুন তার যোগাযোগ করার জন্য কোন মাধ্যম দিয়েছে কিনা? যদি কোন যোগাযোগ মাধ্যম যেমনঃ ইমেইল বা ফোন নম্বর দিয়ে থাকে তাহলে যোগাযোগ করে আপনি নিশ্চিত হতে পারেন।৪। কোন ওয়েবসাইটে প্রবেশের আগে URL টি লক্ষ্য করুন । কেননা ফিশাররা একই রকম URL তৈরি করে রাখে আপনাকে ধোকা দেওয়ার জন্য। একটি অনাকাঙ্ক্ষিত ভুল আপনার জন্য ক্ষতির কারন হতে পারে।৫। কোন লিঙ্ক যাচাই করার জন্য হাইপার লিংকে রাইট ক্লিক করুন এরপর প্রোপার্টিস এ গিয়ে তারপর লিংকের সবকিছু পর্যালোচনা করুন।৬।  URL এ খেয়াল করবেন http বা https আছে। যেটাতে  ‘s’ আছে সেটা আপনার জন্য নিরাপদ।অনিরাপদ ওয়েবসাইট থেকে সুরক্ষিত থাকবেন কীভাবে?১। ওয়েব ব্রাউজার যেমনঃ Internet Explorer, Mozilla Firefox, Google Chrome এগুলোতে অনিরাপদ ওয়েবসাইট শনাক্ত করার এবং কোন সাইটে প্রবেশের সময় সতর্কবার্তা দেয়ার ব্যবস্থা আছে। সেসব সেটিংস অন করে রাখলে নিরাপদ থাকবেন।২। আপনার ডিভাইসে অ্যান্টিভাইরাস ব্যবহার করলে অনিরাপদ ওয়েবসাইট থেকে ক্ষতিকর কোন প্রোগ্রাম যেমন ম্যালওয়ার আপনার ডিভাইসে চলে আসা থেকে নিরাপদ থাকতে পারবেন।৩। জিমেইলে সবসময় https চালু করে রাখবেন। এই সেবা চালু ও বন্ধ করবেন যেভাবে – -  জিমেইলে সাইন ইন করতে হবে।-উপরের ডান পাশে কোণায় থাকা এই গিয়ার   আইকনে ক্লিক করতে হবে। এবার General tab এ গিয়ে 'Browser Connection'  এর জন্য দুইটা অপশন পাবেন –  'Always use https' এবং 'Don't always use https' যদি আপনি আগেই এই স্যাটিংস পরিবর্তন না করে থাকেন তাহলে বাই ডিফল্ট 'Always use https' অপশনটি চালু  থাকবে। এই স্যাটিং চালু না থাকলে চালু করে দিতে পারবেন।-       তারপর save change এ ক্লিক করুন। 

আরও জানুন
Issue area অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে করণীয়

অনলাইন মাধ্যম ব্যবহারে যেসব ঝুঁকি আছে সেসব থেকে বাঁচতে অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। কী কী ব্যবস্থা নিলে অনলাইনে নিরাপত্তার নিশ্চয়তা থাকবে সে বিষয়ে জানা খুবই জরুরি। কেননা আমরা অসচেতনতা এবং না জানার কারণে বিভিন্ন সময়ই বিপদে পড়ে যাই। চলুন জেনে নেওয়া যাক অনলাইন মাধ্যমে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সে সম্পর্কে -অনলাইনে নিরাপত্তায় করণীয়:১। ডিজিটাল ফুটপ্রিন্ট যেমন ছবি ও ব্যক্তিগত তথ্য অনলাইনে শেয়ার করা থেকে বিরত থাকুন।২। নিজ অবস্থান সম্পর্কিত তথ্য যেমন ডিভাইসের লোকেশন শেয়ার করবেন না।৩। ডিভাইসের সফটওয়্যার আপডেট রাখুন ও ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। তাহলে ম্যালওয়্যার এবং অন্য যেকোনো ক্ষতিকর বিষয় থেকে নিরাপদ থাকতে পারবেন।৪। অনলাইনে কিভাবে সুরক্ষিত থাকা যায় সে সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন এবং পরিবারের শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকেই সে সম্পর্কে সতর্ক করুন।৫। সব অ্যাকাউন্টেই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। বিভিন্ন অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকুন।৬। কোন ওয়েবসাইটে পাসওয়ার্ড সংরক্ষণ করবেন না। এমনকি সে ওয়েবসাইট আপনার বহুল ব্যবহৃত হলেও নয়।৭। ইমেইল, মেসেজ বা অন্য কোন মাধ্যমে পাওয়া অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না।৮। কোন সন্দেহজনক ওয়েবসাইট বা অ্যাপে ব্যক্তিগত তথ্য দিবেন না।৯। থার্ড পার্টি অ্যাপ ব্যবহারে সতর্ক থাকবেন।১০। অনলাইনে যেকোনো লোভনীয় অফারের ক্ষেত্রে ভালোমতো যাচাই না করে অংশ নেবেন না।১১।  ডিভাইসটি ওপেন নেটওয়ার্ক বা ফ্রি ওয়াই-ফাইতে যুক্ত করবেন না।১২। কোন অ্যাপ অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য চাইলে সেগুলো বাদ দিয়ে একই কাজের জন্য অন্য কোন অ্যাপ ব্যবহার করুন।১৩। অ্যাপ ইন্সটল করার পর এগুলো ফোনের কোন অংশের এক্সেস চাচ্ছে তা খেয়াল করুন। যাচাই না করে সবকিছুর এক্সেস দিয়ে দিলে আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে।১৪। ওয়াইফাই রাউটারে ডাটা ব্যবহারের সীমা কমিয়ে দিতে পারেন। শিশুদের জন্য ক্ষতিকর এমন ওয়েবসাইটগুলো ব্লক করে দিতে পারেন।১৫। ইউটিউবের জন্য বাচ্চাদের "ইউটিউব ফর কিডস" অ্যাপটি ব্যবহার করতে দেয়া, কারণ ইউটিউবেও এমন অনেক ভিডিও আছে যেগুলো দেখলে বাচ্চারা মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে। ১৬। গুগল প্লে-তে প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করতে পারেন, এতে করে আপনার সন্তান কি করছে, কি অ্যাপ ইন্সটল করছে এছাড়াও মুভি, টিভি শো, বই, গান এসব মনিটর করতে পারবেন। এবং যেকোনো বিপদে সহায়তা করতে পারবেন।১৭। শিশুরা অনলাইন মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে যাতে কোন অপরিচিত ব্যক্তির সাথে যোগাযোগ না রাখে সেদিকে লক্ষ্য রাখবেন।১৮। কোন ধরণের সাইবার অপরাধের শিকার হলে কোন রকম সময়ক্ষেপণ না করে ডিজিটাল আইনের সহায়তা নিন।১৯। গুরুত্বপূর্ণ সকল তথ্যের ব্যাকআপ রাখতে হবে। এসব সতর্কতা মেনে চলার পাশাপাশি আমাদের নিজস্ব বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সময়োপযোগী ব্যবস্থা নিতে হবে। প্রযুক্তি ব্যবহারের সকল ঝুঁকি এবং এগুলো প্রতিকারের উপায় জেনে নিয়ে তারপর অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। যেকোনো অসুবিধায় কাছের মানুষদের সাথে আলোচনা করলে অনলাইন মাধ্যমের অনেক ঝুঁকি থেকেই বেঁচে থাকা যায়।

আরও জানুন
Issue area অ্যাকাউন্টে থার্ড পার্টি অ্যাপ সংযুক্তিকরণ বিষয়ে সতর্কতাবাণী

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে গিয়ে প্রায়শই দেখা যায় যে বন্ধুরা কিছু মজার তথ্য শেয়ার করছে। যেমনঃ ‘আগামী বছরে আপনার সাথে কোন ৫ টি ঘটনা ঘটবে?’ অথবা ‘কোন বিখ্যাত ব্যক্তির সাথে আপনার চেহারার মিল রয়েছে?’ অথবা ‘ভবিষ্যতে আপনার কেনা গাড়িটি দেখতে কেমন হবে?’বিভিন্ন আকর্ষণীয় জীবনযাপনের মুহূর্ত, দামী মডেলের গাড়ি, কিংবা পছন্দের নায়ক/নায়িকার সাথে মিল দেখানোর কারণে এই ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে আমরা খুব সহজেই লিঙ্কগুলোতে প্রবেশ করে থাকি। এরপরে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য আমাদেরকে ওয়েবসাইটগুলোতে কিছু ব্যক্তিগত তথ্য প্রদান করতে হয় কিংবা আমাদের ব্যক্তিগত তথ্যে প্রবেশ এবং সেগুলো ব্যবহারের অনুমতি দিতে হয়। এভাবেই আমরা খুব সহজেই একটি অপরিচিত জায়গায় প্রতিনিয়ত নিজেদের ব্যক্তিগত তথ্য প্রদান করে ফেলছি।  সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা কোনো ব্রাউজার ব্যবহার করার সময়ে কখনো কোনো সুবিধা গ্রহণ করতে যেয়ে আপনাকে নতুন করে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হয়েছে কী? সাধারণতঃ থার্ড পার্টি অ্যাপগুলো থেকে সেবাগ্রহণের জন্যই এভাবে তথ্য প্রদান করতে হয়। থার্ড পার্টি অ্যাপ কী?থার্ড পার্টি অ্যাপ বলতে আমরা সেই সকল অ্যাপকে বুঝি, যাদেরকে মোবাইল ডিভাইস অথবা অপারেটিং সিস্টেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান তৈরি করেনি। ফেসবুকের ক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপ বলতে এমন সকল সেবাকে বুঝানো হয়, ‘যারা কোনো বিশেষায়িত সেবাপ্রদান করে থাকে কিন্তু, সেইসকল সেবা গ্রহণ করতে হলে ফেসবুক প্রোফাইলে দেওয়া তথ্যাদি পুনরায় লিখতে হয় এবং ক্ষেত্র বিশেষে ফেসবুকে প্রদত্ত তথ্যের ব্যবহারের অনুমতিও দিতে হয়। কুইজস্টার্ট, ওএমজি ইত্যাদি হলো ফেসবুকে বহুল প্রচলিত থার্ড পার্টি অ্যাপ। থার্ড পার্টি অ্যাপ ব্যবহারে সমস্যা কী?আপনি যখন থার্ড পার্টি অ্যাপে তথ্য প্রদান করেন তখন সেগুলি তাদের সার্ভারে অনুলিপি হিসেবে সংরক্ষিত থাকে এবং এসব তথ্য অনেকক্ষেত্রে চুরিও হতে পারে। এছাড়াও বিভিন্ন থার্ড পার্টি অ্যাপে আপনার তথ্য শেয়ার করার ফলে এসব তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে যেতে পারে, পরবর্তীতে এর ফলে হয়রানির শিকার হওয়ার সম্ভাবনাও থাকে। এ ধরনের হয়রানি থেকে বাঁচতে করণীয়:১. থার্ড পার্টি নিরাপত্তা পরিমাপক টুলস দ্বারা নিয়মিত পরীক্ষা করার মাধ্যমে আপনি জানতে পারবেন কোন ধরণের অ্যাপের কাছে আপনার কী কী তথ্য সংরক্ষিত আছে এবং প্রয়োজনে তথ্যাদি মুছে ফেলার ও সুযোগ পাবেন। ২.পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করা থেকে এড়িয়ে চললে হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা হ্রাস করা সম্ভব হবে। এক্ষেত্রে একটি অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়ার ব্যবহার করা যেতে পারে।  আপনার ফেসবুকে কোনো থার্ড পার্টি অ্যাপ সংযুক্ত কিনা কীভাবে বুঝবেন?ফেসবুকের মাধ্যমে আপনি কী কী থার্ড পার্টি অ্যাপে সংযুক্ত আছেন জানতে প্রথমে আপনার ফেসবুকের ‘সেটিংস’ অপশনে যেতে হবে। সেখানে ‘অ্যাপস এন্ড ওয়েবসাইট’ অংশে প্রবেশ করে ‘লগড ইন উইথ ফেসবুক’ লেখা বিকল্পটিতে খুঁজে পাবেন। এই অংশে প্রবেশ করলেই আপনি জানতে পারবেন আপনি কী কী থার্ড পার্টি অ্যাপের সাথে সংযুক্ত আছেন।  থার্ড পার্টি অ্যাপ ব্যবহার এড়াতে করণীয়:১. প্রথমে আপনার Google অ্যাকাউন্টের প্রাইভেসী বিভাগে যান২. "অ্যাকাউন্ট অ্যাক্সেস সহ থার্ড-পার্টি অ্যাপস"-এর অধীনে থার্ড-পার্টি অ্যাক্সেস ব্যবস্থাপনার অংশটিতে প্রবেশ করুন।৩. আপনি যে অ্যাপ বা পরিসেবাটি এড়িয়ে যেতে চান সেটি নির্বাচন করুন। ৪. ‘এড়িয়ে যান’ অপশনটি নির্বাচন করুন। এভাবেই খুব সহজেই মোবাইল ফোন বা কম্পিউটারকে থার্ড পার্টি অ্যাপ থেকে মুক্ত রাখা সম্ভব। 

আরও জানুন
Issue area ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্কতা

অনলাইন মাধ্যমে ব্যক্তিগত তথ্য বিভিন্ন প্রয়োজনে শেয়ার করতেই হয়। এসব তথ্য শেয়ার করার ক্ষেত্রে সচেতন না থাকলে বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হতে হয় আমাদের। সেজন্য ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে কী কী সতর্কতা ব্যবস্থা নেয়া উচিত সে সম্পর্কে সকলেরই জানা উচিত। সামাজিক মাধ্যমে অ্যাকাউন্টের তথ্যসামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কড-ইন এগুলোতে অ্যাকাউন্ট করার সময় কিছু ব্যক্তিগত তথ্য দিতে হয়। এসব তথ্য দিয়ে প্রোফাইল সম্পূর্ণ করা লাগে।- এসব তথ্যে প্রাইভেসি স্যাটিংস পরিবর্তন করে ব্যক্তিগত তথ্য শুধুমাত্র যার অ্যাকাউন্ট তার জন্য দৃশ্যমান করে রাখতে চাইলে Only me অপশনটি নির্বাচন করতে হবে।- যারা বন্ধু তালিকায় আছে তাদের কাছে দৃশ্যমান রাখতে চাইলে friends, সবার জন্য দৃশ্যমান রাখতে চাইলে Public করবেন।-এবং কিছু নির্দিষ্ট ব্যক্তির কাছে দৃশ্যমান রাখতে চাইলে Specific Friends, গোপন রাখতে চাইলে Friends Except, শুধু কাছের বন্ধুদের সাথে শেয়ার করতে চাইলে Close friends,   এবং একসাথে কয়েকজন থেকে গোপন/দৃশ্যমান রাখতে চাইলে Custom অপশনে গিয়ে সেসব ব্যক্তির অ্যাকাউন্ট নির্বাচন করে দিতে পারবেন।- ব্যক্তিগত তথ্যের মধ্যে যেগুলো খুব বেশি জরুরি তথ্য যেমন ফোন নাম্বার, ইমেইল এড্রেস, বিস্তারিত ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এসবের প্রাইভেসি স্যাটিংস Only me রাখা উচিত। সামাজিক মাধ্যমে শেয়ারকৃত কন্টেন্টসামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয়ে মতামত, ছবি, লেখা, জীবনযাপন, ভ্রমণ সম্পর্কিত তথ্য শেয়ার করার ক্ষেত্রে প্রাইভেসি স্যাটিংস কন্টেন্ট ভেদে ঠিক করে দিবেন। খুব বেশি ব্যক্তিগত তথ্য হলে Only me বা Frineds দিতে পারেন। আবার আরেকটি প্রাইভেসির সুযোগ আছে তা হলো অ্যাকাউন্ট লক করে রাখা। অ্যাকাউন্ট লক করা থাকলে বন্ধু তালিকায় নেই এমন কেউ আপনার অ্যাকাউন্টের নাম এবং প্রোফাইল ছবি ছাড়া আর কিছুই দেখতে পাবে না। বিভিন্ন  অ্যাপ এবং ওয়েবসাইটে থাকা ব্যক্তিগত তথ্য- কোন অ্যাপ ইন্সটল করলে বা কোন ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কিছু ব্যক্তিগত তথ্য দিতে হয়। যেমন নাম, ফোন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড, জাতীয় পরিচয়পত্র নাম্বার, পাসপোর্ট নাম্বার, ডেবিট-ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি দিতে হতে পারে। এসব ওয়েবসাইট বা অ্যাপের প্রয়োজনের বাইরে কোন তথ্য চাইলে সেসব দেয়া থেকে বিরত থাকুন। বা প্রয়োজনে এগুলো বাদ দিয়ে একই কাজ করা যায় এমন অন্য কোন অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন।-পাশাপাশি কিছু ওয়েবসাইটে প্রবেশ করলে এবং অ্যাপ ডাউনলোড করলে এসব জায়গায় আপনার ডিভাইসের কিছু অংশ যেমন গ্যালারি, ফোনবুক, মেসেজ, ক্যামেরা, লোকেশন ইত্যাদিতে প্রবেশের অনুমতি দিতে হয়। এসব জায়গায় অনুমতি দেয়ার ক্ষেত্রে শুধুমাত্র প্রয়োজনীয় অংশের অনুমতি দিন। এবং এইগুলো শুধুমাত্র অ্যাপ ব্যবহারের সময়ের জন্য অনুমোদন করুন।- আবার অনেক ওয়েবসাইট গ্রাহকের অনলাইন সক্রিয়তা সম্পর্কে তথ্য সংগ্রহ করে যেমন cookies, search history, password, email ইত্যাদি। এই তথ্যগুলো সংগ্রহ করা ওয়েব ব্রাউজিং এর ক্ষেত্রে প্রয়োজনীয়। কিন্তু এসব তথ্য সংগ্রহের অনুমতি দেয়ার ক্ষেত্রে যাচাই করে তারপর অনুমতি দেয়া উচিত।অপরিচিত কোন ওয়েবসাইট বা অ্যাপে তথ্য দেয়াকোন ওয়েবসাইট যদি মনে হয় যে আসল না বা সন্দেহজনক কিছু পান তাহলে সেসব ওয়েবসাইট তথ্য দেয়া থেকে বিরত থাকুন। যেকোনো জায়গায় ব্যক্তিগত তথ্য দেয়ার ক্ষেত্রে নিশ্চিত না হয়ে দিবেন না। নাহলে ফিশিং অথবা হ্যাকিং এর শিকার হতে পারেন।

আরও জানুন
Issue area কপিরাইট ধারণা

কপিরাইট কী?কপিরাইট হচ্ছে মেধা সম্পদের উপর সে সম্পদ উৎপাদনকারীর অধিকারের স্বীকৃতি। অর্থাৎ এর মাধ্যমে যিনি মালিক তার নামে মেধা সম্পদটি রেজিস্ট্রেশন করা হবে। এবং অন্য যে কেউ এই সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তার অধিকার ক্ষুণ্ণ করতে পারবেন না এই মর্মে আইনি নিরাপত্তা দেয়াকে বলে কপিরাইট।কপিরাইট আইন কি?সৃজনশীল কাজ যেমন গান, কবিতা, বই, চলচ্চিত্রের মত বুদ্ধিবৃত্তিক সম্পদ যিনি তৈরি করেন সেসবের উপর তার অধিকারকে বলে মেধা-স্বত্ব। অর্থাৎ এ ধরণের মেধা-সম্পদের উপর মালিকের কর্তৃত্ব স্থাপনের স্বীকৃতি দেয় এবং সংরক্ষণ করা হয় কপিরাইট আইনের মাধ্যমে। বাংলাদেশে কপিরাইট আইন-২০০০ প্রচলিত আছে এই আইন ২০০৫ সালে সংশোধিত অবস্থায় চালু করা হয়। সেই আইনকে ২০১৮ সালে আবারো পরিমার্জন করা হয়।  কপিরাইট আইন থাকার সুবিধাগুলো কী?-মেধা-সম্পদের অপব্যবহার রোধ-কর্মের মালিকের কর্তৃত্ব স্থাপন-নতুন সৃষ্টি করার জন্যে অনুপ্রেরণা দান-মেধা-সম্পদের চুরি রোধ করা সম্ভব হয়-মেধা-স্বত্বের বিভিন্ন স্তরের সুবিধাভোগীদের অধিকারের সমন্বয় কপিরাইটের মেয়াদ কতদিন থাকে?- ফটোগ্রাফ, চলচ্চিত্র, রেকর্ডিং ব্যতীত অন্যান্য কর্মের কপিরাইট প্রণেতার মৃত্যুর পর ৬০ বছর পর্যন্ত থাকে- চলচ্চিত্র, রেকর্ডিং এবং ফটোগ্রাফের কপিরাইটের মেয়াদ ৬০ বছর পর্যন্ত থাকে।কখন বুঝবেন কপিরাইট লঙ্ঘন হয়েছে?১। এমন কিছু করেন কপিরাইট আইন অনুযায়ী যে অধিকার একচেটিয়াভাবে কপিরাইটের মালিককে দেয়া হয়েছে।২। কর্মটির কপি তৈরি করে বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করেন।৩। অন্য কারো তৈরিকৃত অবৈধ কপি ভাড়া বা বিক্রি করেন।৪। বাণিজ্যিক উদ্দেশ্যে প্রকাশ্যে প্রদর্শন করেন।৫। মালিকের অধিকার ক্ষুণ্ণ হয় এমন জায়গায় বিতরণ করেন।৬। কপিরাইট আইন ভঙ্গকারী অনুলিপি বাংলাদেশে আমদানি করেন। সৃজনশীল কোন কাজের কপিরাইট কীভাবে করা যাবে?কোন সৃজনশীল কাজে কপিরাইট রেজিস্ট্রেশন করা খুব জরুরি। তা না হলে এসব মেধা-সম্পদের অধিকার নিয়ে দ্বন্দ্ব তৈরি হতে পারে। চলুন জেনে নেয়া যাক এসব মেধা-সম্পদের কপিরাইট রেজিস্ট্রেশন করবেন যেভাবে –-কপিরাইট রেজিস্ট্রেশনের জন্য সরকার নির্ধারিত ফি এবং ট্রেজারি চালান, সৃজনশীল কর্মের ২ কপি নমুনাসহ নির্ধারিত ফরমে রেজিস্টার অব কপিরাইটের নিকট আবেদন করতে হবে।- এই আবেদনের প্রেক্ষিতে রেজিস্টার প্রয়োজনীয় তদন্ত করার পর কর্মটির বিবরণ রেজিস্টারে অন্তর্ভুক্ত করবেন। এবং এই রেজিস্ট্রেশনের প্রমাণ হিসেবে একটি সনদপত্র কপিরাইটের মালিককে দিবেন।- কপিরাইট লঙ্ঘন হলে এই সনদকে মালিকানার প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। কপিরাইট আইন কেউ ভঙ্গ করলে কোথায় অভিযোগ করবেন?কপিরাইট আইন ভঙ্গ করে কারো মেধা-সম্পদের অপব্যবহার করলে বাংলাদেশের কপিরাইট অফিস বরাবর অভিযোগ করতে হবে। কপিরাইট অফিসটি জাতীয় গ্রন্থাগার ভবন আগারগাঁও, ঢাকা এ অবস্থিত। নিজের কর্মের কপিরাইট সনদ সহ কপিরাইট অফিসে যোগাযোগ করলে প্রতিকার পাবেন। কপিরাইট অফিসে অভিযোগ জানানোর মাধ্যম -ই-মেইল : Copyrightoffice_bangladesh@yahoo.com,ওয়েবসাইট : www.copyrightoffice(.)gov.bd;Facebook ID : www.facebook(.)com/copyrightoffice;ফোন : ০২-৯১১৯৬৩২,ফ্যাক্স : ৮১৪৪৮৯৫;Helpline : ০১৫১১-৪৪০০৪৪হেল্পলাইনটি অফিস চলাকালীন সময়ে সচল থাকে।

আরও জানুন