ডিজিটাল লিটারেসি জরিপ
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নাগরিকদের ডিজিটাল সাক্ষরতা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডিজিটাল লিটারেসি সেন্টার’ নামক একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ডিজিটাল লিটারেসি বিষয়ক একটি জাতীয় শিক্ষাক্রম প্রণয়নে একটি বিশেষজ্ঞ দল কাজ করছে।
এই কাজের অংশ হিসেবে নাগরিকদের ডিজিটাল পরিমণ্ডলের সচেতন ব্যবহার ও করণীয় আচরণসহ অন্যান্য বিষয়ে মতামত সংগ্রহের অংশ হিসেবে এই জরিপের আয়োজন করা হয়েছে। জরিপটি সম্পন্ন করতে পাঁচ মিনিট বা তার কাছাকাছি সময়ের প্রয়োজন হতে পারে।
এই জরিপ থেকে গৃহীত তথ্য/বিষয়বস্তু গবেষণা ও ডিজিটাল শিক্ষাক্রম প্রস্তুতির কাজে ব্যাবহার করা হবে। অংশগ্রহণকারীদের নাম, পরিচয় কিংবা সনাক্ত করার মত কোন তথ্য সংগ্রহ করা হবে না।