৮ ই ফেব্রুয়ারি, ২০২২ নিরাপদ ইন্টারনেট দিবসে ডিজিটাল লিটারেসি সেন্টারের শুভ উদ্বোধন করা হবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের 'বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন' প্রকল্পের অধীনে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানটি।
ডিজিটাল লিটারেসি সেন্টার থেকে দেশব্যাপী ৭০০টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ডিজিটাল লিটারেসি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। অংশগ্রহণকারী স্কুলগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতার ভিত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ডিজিটাল লিটারেট এ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হবে।
আপনি কি একজন স্যোশাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটার? ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব, টিকটক প্রভৃতি প্লাটফর্মের জন্য ধারাবাহিক ভাবে নানা বিষয়ে কনটেন্ট তৈরি করছেন? আপনার জন্য দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় কনটেন্ট ক্রিয়েটর কনফারেন্স।