ডিজিটাল লিটারেসি সেন্টারের শুভ উদ্বোধন
তারিখ ও সময়: ৮ ফেব্রুয়ারি, বিকাল ৩.০০ টা
স্থান: বিসিসি অডিটোরিয়াম, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা - ১২০৭
৮ ই ফেব্রুয়ারি, ২০২২ নিরাপদ ইন্টারনেট দিবসে ডিজিটাল লিটারেসি সেন্টারের শুভ উদ্বোধন করা হবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের 'বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন' প্রকল্পের অধীনে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানটি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি। বিশেষ অতিথি হিসবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, জনাব এন এম জিয়াউল আলম পিএএ। এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব জনাব ড. আবদুল মান্নান পিএএ। বক্তাদের উপস্থাপনা ছাড়াও ঐদিন থাকছে ডিজিটাল লিটারেসি বিষয়ের উপর সংক্ষিপ্ত কুইজ প্রতিযোগিতা।