কোন ই-কমার্স সাইটে বিনিয়োগ করবো? ক্যাশব্যাক করবে তো? আমার টাকা মার যাবে না তো? সঠিক পণ্য দিবে কি?- এই সকল প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা প্রতিনিয়ত। অনলাইন শপিং নিয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু প্রতারণার চক্রের কারণে এইসব আশংকার জন্ম, দিন দিন বেড়েই চলেছে ই-কমার্স ওয়েবসাইটগুলোর সম্পর্কে মানুষের অবিশ্বাস। অনলাইনে প্রতারণাকারি ই-কমার্স চক্র যেমন আছে তেমনি আছে নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান। এখন আপনি নিজের অর্থ কোন ধরণের ই-কমার্স প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন তা সম্পূর্ণ নির্ভর করযে আপনার বিচার বিবেচনা ও সহজ কিছু টিপস এর উপর। প্রতারক ই-কমার্স প্রতিষ্ঠান বোঝার উপায়: বর্তমান পরিস্থিতির সাপেক্ষে নিজেকে ই-কমার্স প্রতারণার হাত থেকে রক্ষা করা অত্যাবশকীয়। এইসব প্রতারণা থেকে নিজের মূল্যবান অর্থ বাঁচিয়ে রাখতে যেভাবে প্রতারক ই-কমার্স প্রতিষ্ঠানগুলো শনাক্ত করবেন তা হলো- অবিশ্বাস ক্যাশব্যাক অবাস্তব অফার প্রতিনিয়ত অফারের মেলা নেগেটিভ রিভিউ ডেলিভারি টাইমের অনিশ্চয়তা আগাম পেমেন্ট ছাড়া অর্ডার কনফার্ম না করা নিরাপদ ই-কমার্স সাইট বোঝার উপায়: নিজের অর্থ সঠিক ই-কমার্স ওয়েবসাইটে বিনিয়োগ করতে ছোট কিছু পদক্ষেপ মেনে চলুন যা হলো- পূর্ব ক্রেতাদের পজিটিভ রিভিউ সঠিক সময়ে ডেলিভারির নিশ্চয়তা স্বল্প এবং বিশ্বাসযোগ্য অফার পণ্যের যথাযোগ্য ম্যান নিশ্চিতকরণ