বর্তমান সময়ে যেকোনো তরুণ তরুণীকে যদি জিজ্ঞেস করা হয় কেনো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে, তাদের বেশিরভাগের উত্তর হবে ‘To KeepTouch’ ডিজিটাল যোগাযোগ এখন অনেক তরুণের জীবনের অত্যাবশকীয় ডিউটি। গেমিং, সোশ্যাল মিডিয়া এবং ভিডিও চ্যাটিং, ভার্চুয়াল বন্ধুত্ব গড়ে তোলা এবং বজায় রাখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো শক্তিশালী হাতিয়ার এবং তারা বিশেষ করে সেই তরুণদের জন্য উপযোগী। শুধু তরুণরাও নয়, সকল বয়সের মানুষজন এখন সামাজিক যোগযোগের প্ল্যাটফর্মগুলোকে তাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, কাছের দূরের সকল পরিচিত মানুষদের সাথে যোগাযোগ রক্ষার জন্য ব্যবহার করে থাকেন। চ্যাটিং, কমেন্টিং, শেয়ারিং এইসব কিছু এখন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে একটি পজিটিভ আচরণ বজায় রাখা কারো সাথে যোগাযোগ রাখার মতোই গুরুত্বপূর্ণ। পরিচিত-অপরিচিত সবার সাথে পজিটিভ আচরণ বজায় রাখা খুবই সহজ অথচ গুরুত্বপূর্ণ একটি কাজ। চলুন জেনে নেই সোশ্যাল মিডিয়াতে পজিটিভ আচরণ আসলে কি? • হেট কমেন্টকে কে বলুন • মানুষের ব্যক্তিগত বিষয়ে দখল থেকে রাখুন বিশাল দুরুত্ব • কারো ফেইস, বডি, গায়ের রং নিয়ে পারলে প্রশংসা, না পারলে নিন্দে নয় • জোকস ও বুলিং এর মধ্যে পার্থক্য বুঝুন • হাসি দিয়ে না হোক, স্মাইল (ইমোজি) দিয়ে কথা বলুন • কমেন্ট ও শেয়ার করার পূর্বে ভেবে চিন্তে নিন আরো অনেক ছোট ছোট ব্যাপার এনে দিতে পারে আমাদের সোশ্যাল লাইফে অনেক বড় বড় পরিবর্তন। তাই সোশ্যাল মিডিয়াতে সর্বদা নম্রতার সাথে কথা বলুন, নিজে যেমন ব্যবহার চান সেভাবেই সবার সাথে আচরণ করুন। পজিটিভ থাকুন, পজিটিভিটি শেয়ার করুন।