ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে কি করবেন?

বর্তমান সময়ে দিন দিন বেড়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তা এবং হ্যাকিং সমস্যা। ফেসবুক বা অন্য যেকোনো সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে নিজের ব্যক্তিগত তথ্যের প্রাইভেসি মেইনটেইন করা অত্যাবশকীয় কাজ। সাম্প্রতিক সময়ে ফেসবুক হ্যাকের মাধ্যমে ইউজারদের পুরো নাম, অবস্থান, জন্মদিন, ইমেল ঠিকানা, ফোন নম্বর এবং অর্ধ বিলিয়নেরও বেশি ফেসবুক ব্যবহারকারীর সম্পর্কের গোপন তথ্য ও ব্যক্তিগত বিবরণ চুরি হয়ে গেছে। দিন দিন এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে অসাধু উপায়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং লিঙ্কডিন অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট হাইজ্যাক বা হ্যাক করা হয়েছে। এবং ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ফেইসবুক হ্যাকাররা সাধারণত অসৎ কাজে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহারের জন্য অথবা চরম কোনো ক্ষতি করার জন্য অ্যাকাউন্ট হ্যাক করে থাকে। ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি ঘটনা। এমন ঘটনার সম্মুখীন হলে তৎক্ষণাৎ ভাবে করণীয়গুলো হলো: • আপনি পুনরায় লগইন করতে পারছেন কি না যাচাই করুন • আপনি যদি লগ ইন করতে না পারেন তবে ফেইসবুকে রিপোর্ট করুন • ফেইসবুক সহ আপনার সব অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করুন • লগইন হিস্টোরি চেক করে সকল ডেভিস থেকে লগআউট করুন • টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করুন