অনলাইনে পণ্য কিনলে যেমন বেঁচে যায় সময়, তেমনি বিনিয়োগেও আছে অধিক মুনাফার উপায়। কিন্তু মুনাফা তখনই হবে যখন বিনিয়োগ হবে সঠিক নাহলে ওস্তাদের মার শেষ রাতেও কাজে দিবে না। সাম্প্রতিক কিছু ই-কমার্সজনিত ঘটনা সমূহের পরিপ্রেক্ষিতে দেশের মানুষের মধ্যে ই-কমার্সে বিনিয়গ নিয়ে জন্মেছে ব্যাপক আশংকা। বিপুল মুনাফা লাভের আশায় মানুষ যেমন ই-কমার্স ওয়েবসাইটগুলোতে বিনিয়োগ করেছে ঠিক তেমনি বিপুল লোকসানের সম্মুখীন হয়েছে। সাম্প্রতিক বিশেষ কিছু ই-কমার্স ওয়েবসাইট অবিশ্বাস্য অফার, ক্যাশব্যাক ইত্যাদির লোভ দেখিয়ে বিপুল পরিমাণ বিনিয়োগ সংগ্রহ করেছে ঠিকই কিন্তু তার বিনিময়ে পণ্য সরবরাহ করেছে স্বল্প সংখ্যক। এসকল প্রকল্পের আওতায় দেশের ,মানুষ সম্মুখীন হয়েছে অপ্রত্যাশিত লোকসানের। এই পরিস্থিতি মানুষের মধ্যে জন্ম দিয়েছে অনলাইনে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক অবিশ্বাস। কিন্তু প্রশ্ন হচ্ছে বর্তমান বিশ্বে ই-কমার্স বিনিয়োগ কি আসলেই ভয়ঙ্কর? না নিরাপদ? বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে বিশ্বব্যাপী অনলাইন বিজিনেস এখন ব্যাপক জনপ্রিয় এবং বেশির ভাগ ক্ষেত্রে লাভজনক। নামকরা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আজ সবাই অনলাইনের মাধ্যমেই প্রচার করছে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড, সংগ্রহ করছে উল্লেখযোগ্য মাইলফলক। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না-অনলাইনে বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের চিন্তা ভাবনা হতে হবে কিছুটা এরকমই। বিনিয়োগের পূর্বে করতে হবে সম্পূর্ণ রিসার্চ, জানতে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। জানতে হবে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে আছে সর্বাধিক লাভের সুযোগ। লাভের পাশাপাশি খেয়াল রাখতে হবে লোকসানের। বিভিন্ন প্রতারণা চক্র থেকে থাকতে হবে সাবধান।