ফেইসবুক আজ আমাদের শুধু যোগাযোগ রক্ষা করা ও ব্যবসায়িক সুযোগ সুবিধা ছাড়াও প্রায় দিচ্ছে বিভিন্ন মজাদার গেইম ও কুইজ খেলার সুযোগ। ফেইসবুকের একটি অ্যাপের মধ্যেই থাকছে অসংখ্য ভিন্ন ভিন্ন অ্যাপপের মাধ্যমে ছোট ছোট গেইম খেলার সুবিধা। বিনোদনের জন্য আমরা প্রায় প্রতিদিনই একবার হলেও এসব গেইম খেলে থাকি কিন্তু প্রশ্ন হচ্ছে এই গেইমগুলো খেলা কি আসলেও নিরাপদ? ফেইসবুকের ভিতরেই থাকা এসব অ্যাপগুলোকে বলা হয় থার্ড পার্টি অ্যাপ। বিনোদনের জন্যই যখন আমরা ফেইসবুকে লগইন থাকা অবস্থায় এসব অ্যাপে প্রবেশ করি এবং কোনো গেইম এবং কুইজ খেলি তখন এই অ্যাপগুলো পেয়ে যাচ্ছে আমাদের ফেইসবুকে থাকা সব ধরণের ব্যক্তিগত তথ্য। এসব তথ্য পরে পাচার করা হয় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে যেখানে এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। কখনো এই তথ্যগুলোর ব্যবহার হয় ইতিবাচক, কখনো বা নেতিবাচক। ব্যবহার যেমনই হোক, কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য কোনো অনুমতি ছাড়া আত্মসাৎ করা নৈতিক অপরাধ। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ইউজারদের তথ্য আত্মসাৎ করার এই প্রচলন সময়ের সাথে আরো গুরুতর হচ্ছে। সম্প্রতি ইংল্যান্ডের একটি রিসার্চ প্রতিষ্ঠান ফেইসবুকে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কোটি কোটি মানুষের তথ্য আত্মসাতের সিস্টেমটির উপর গবেষণা থেকে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। এই পরিসংখ্যান অনুযায়ী ফেইসবুকের থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ৫৪০ মিলিয়ন ইউজারের মোট ১৪৬জিবি ডাটা এক্সপোজ হয়েছে। ব্যক্তিগত তথ্য রক্ষায় তাই আমরা সচেতন হই বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা থেকে।