খবরের সত্য মিথ্যা যাচাই

নিরীহ বাচ্চার অসহায়ত্ব থেকে কোনো উন্মাদ লোকের গভীর রাতের নাচ, বর্তমান যুগে সব কিছুই হয়ে 'নিউজ'! শত শত মানুষের হাজার হাজার শেয়ারের মাধ্যমে এখন যেকোনো খবরই হয়ে যায় "হট নিউজ"! তাই শেয়ারের আগে জেনে নিন কোনটি ফেক নিউজ এবং কোনটি অথেনটিক- 

1. একটি সমালোচনামূলক মানসিকতা তৈরী করুন: ভুয়া খবর এত বিখ্যাত হওয়ার একটি প্রধান কারণ হল এটি প্রায়শই বিশ্বাসযোগ্য, তাই এটি সহজেই ধরা পড়ে। তাই ইমোশনাল ভাবে না বিচার করে সমালোচনা ও যুক্তি দিয়ে যেকোনো নিউজ বিচার করুন 

2. খবরের উৎস চেক করুন 

3. অন্য কেউ একই খবর রিপোর্ট করছেকি না দেখুন 

4. প্রমাণসমূহ পরীক্ষা