রূম্পা একটা সরকারি চাকরির জন্য বিভিন্ন সময় পরীক্ষা দিচ্ছে। এজন্য তাকে প্রায়ই তার শহর থেকে ঢাকায় আসতে হয়। সাধারণত ট্রেন ভ্রমণের মাধ্যমেই তাকে যাওয়া আসা করতে হয়। এমনই এক পরীক্ষার আগে সে টিকিট কেটে ফেলার পরে বাসায় এসে ফেসবুকে দেখলো যে আগামী দিন থেকে ট্রেন চলাচল বন্ধ। সে খবরটি দেখে বেশ আতঙ্কিত হয়ে পড়লো। তার এক বান্ধবীকে ফোন দিয়ে জানলো যে সেও এমন একটা খবর দেখেছে। চিন্তিত হয়ে সে সারাদিন কোনো কাজ করতে পারলো না। রাতে বেলায় ট্রেনের টিকিট কাউন্টারে ফোন দিলে সে জানতে পারলো যে খবরটা প্রায় পাঁচ বছর আগের; আগামী দিন যথা সময়ে ট্রেন চলবে। অর্থাৎ সে বিনা কারণে পুরো দিন নষ্ট করলো।
এখানে কী দেখলাম? একটা ভুল তথ্য দেখার ফলে রূম্পার ভিতরে আতঙ্ক তৈরি হয়েছে, এজন্য তার প্রথমেই উচিৎ ছিলো কোন নির্ভরশীল উৎস থেকে খবরটি যাচাই করে নেওয়া।
সঠিক তথ্য আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের সঠিক ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান করা সম্ভব। তবে একটি বিষয়ে প্রথমে নিশ্চিত হতে হবে যে তথ্যটি “সঠিক” কিনা। সঠিক তথ্য যেমন বড় বড় সমস্যার সমাধান করতে পারে, তেমনি ভুল তথ্য অনেক বড় বড় সমস্যার সৃষ্টি করতে পারে। যেমন-
১) মিথ্যা বা ভুল তথ্যের কারণে মানুষ প্রতারিত হতে পারে।
২) মানুষের ভিতরে আতঙ্ক তৈরি হতে পারে, মানসিক ভাবে ভেঙে পড়তে পারে।
৩) সামাজিক হেনস্তার শিকার হতে পারে।
৪) সামাজিক ও রাজনৈতিক হানাহানি, সংঘাত এমন কি প্রাণহানিও ঘটতে পারে।
৫) আর্থিক ক্ষয়ক্ষতি সাধন হতে পারে।
৬) সামাজিকভাবে হেয় হতে পারে।
এজন্য যেকোনো তথ্য প্রকাশ বা শেয়ারের আগে তথ্যের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি যখন কোন তথ্য পোস্ট বা শেয়ার করবেন তখন অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো কিছু পোস্ট বা শেয়ার করার আগে তথ্যের নির্ভুলতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে যাচাই-বাছাই করে নিশ্চিত হতে হবে। এছাড়া এই তথ্য শেয়ারের ফলে কোন ঝুঁকি আছে কিনা বা কোন বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি বা সংঘাতের সৃষ্টি হবে কিনা এসব বিষয়ও ভাবা দরকার। শেয়ার বা পোষ্ট করার পূর্বে বিষয়বস্তু সত্য কিনা তা যাচাই করতে অন্যান্য নির্ভরযোগ্য সূত্র এবং সংবাদ মাধ্যমে খোঁজ করতে হবে। বিষয়বস্তু নির্মাতার কী উদ্দেশ্য থাকতে পারে সে সম্পর্কে চিন্তা করতে হবে। বিষয়বস্তু তৈরি করার সময় নির্মাতা তাদের নিজস্ব লক্ষ্য বাস্তবায়নের জন্য মিথ্যা মতামতকে সত্য হিসাবে উপস্থাপন করতে পারে। বিষয়বস্তুটি সমাজের কারো উপর নেতিবাচক প্রভাব ফেলবে কি না তা চিন্তা করতে হবে।
মিথ্যা বা ভুল তথ্য শেয়ারের ফলে ফলাফলগুলো বিবেচনা করে আমরা যে কোনো তথ্য প্রকাশ বা শেয়ার করার পূর্বে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করে নিব।