ভুয়া ওয়েবসাইট, অনলাইন সেবা ও মোবাইল আ্যপ শনাক্তরণ ও রিপোর্ট করার পদ্ধতি

বিশ্বায়নের এই যুগে দৈনন্দিন জীবনের বেশিরভাগ কাজই সম্পন্ন হচ্ছে ইন্টারনেটের সাহায্যে। ইন্টারনেটভিত্তিক পরিষেবা সমূহ সাধারণত কোনো ওয়েবসাইট কিংবা অ্যাপের সাহায্যে প্রদান করা হয়ে থাকে। এই সকল ওয়েবসাইট কিংবা অ্যাপের উৎস, তথ্য অথবা বিষয়াবলী অনেক সময়ে বিভ্রান্তিমূলক হতে পারে। অনেক সময়ে দুষ্টু মানুষেরা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন বিভ্রান্তিকর অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করে বাজারে নিয়ে আসে। এসকল পরিষেবা গ্রহণ করলে তথ্য চুরি, ফিশিং, হ্যাকিং ইত্যাদির মতো অনলাইনভিত্তিক ঝুঁকির মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে। তাই ইন্টারনেট ব্যবহারকারীদের আবশ্যিকভাবে ভুয়া ওয়েবসাইট, অ্যাপ এবং সেবা সনাক্তকরণ ও রিপোর্ট করার পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা থাকা উচিৎ।

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়-

১। URL তথা লিঙ্কটিতে কোনো ভুল বানান আছে কিনা তা যাচাই করতে হবে। ভুল বানান সম্পৃক্ত লিঙ্কগুলি সাধারণত ভুয়া হয়। যেমন- amaz0n.com (‘O’ এর পরিবর্তে ‘0’) 

২। সাইট সিল পর্যবেক্ষণ করতে হবে। সাধারণত ভুয়া ওয়েবসাইটের ক্ষেত্রে সাইট সিলগুলিতে ক্লিক করলে কোনো ডায়লগ বার আসে না।

(সাইট সিল হল দৃশ্যমান একধরণের সূচক যা একটি ওয়েবসাইট এনক্রিপ্ট করা হয়েছে কী না তা নির্দেশ করে। আর এনক্রিপ্ট হওয়া যেকোনো ওয়েবসাইটের জন্য যথার্থতা নির্দেশ করে।)

৩। ‘তালা’ চিহ্ন দেখে শনাক্ত করতে হবে। মৌলিক ওয়েবসাইট গুলোর URL এর পূর্বে একটি ‘তালা’ প্রতীক বা চিহ্ন থাকে। এটি সার্ভারের সাথে যোগাযোগের গোপণীয়তা নিশ্চিত করে।

৪। ওয়েবসাইট চেকারের মাধ্যমে ওয়েবসাইটটি চালিয়ে দেখতে হবে। বহুল ব্যবহৃত ওয়েবসাইট চেকারের মধ্যে পিংডম (Pingdom), গুগল পেজ স্পিড ইনসাইট (Google Page Speed Insight), ওয়েবসাইট গ্রেডার (Website Grader), আপট্রেন্ডস (Uptrends), ইত্যাদি উল্লেখযোগ্য।

৫। এছাড়াও আরো কিছু উপায়ে ওয়েবসাইটের যথার্থতা সম্পর্কে ধারণা লাভ করা যায়। যেমন-

-         ওয়েবসাইটটির প্রাইভেসি পলিসি পর্যবেক্ষণ করে

-         যোগাযোগের তথ্যাবলি পর্যবেক্ষণ করে

-         ওয়েবসাইটের বিষয়াবলিতে ব্যাকরণগত অথবা বানান ভুল থাকলে

-         গুগলে ‘নির্দিষ্ট ওয়েবসাইটের’ রিভিউ পড়ে

উল্লেখিত পদ্ধতির মাধ্যমে সহজেই ভুয়া ওয়েবসাইট চেনা সম্ভব।

 ভুয়া ওয়েবসাইট শনাক্ত করার পরে প্রাথমিক কাজ হলো তা যথাযথ কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করা। যেকোনো ক্ষতিকর, সন্দেহজনক অথবা ভুয়া ওয়েবসাইট তুমি গুগল, মাইক্রোসফট, এবং বিভিন্ন এন্টি ভাইরাস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের (নর্টন, ক্যাস্পারস্কি, ম্যাকাফি প্রভৃত্তি) নিকট রিপোর্ট করতে পারবে। গুগলে কোনো সন্দেহজনক ভুয়া ওয়েবসাইট রিপোর্ট করার জন্য তুমি নিম্নে বর্ণিত পদক্ষেপগুলি অনুসরণ করতে পারো। যেমন-

 ভুয়া ওয়েবসাইট রিপোর্ট করতে করণীয়-

১। প্রথমে ‘নিরাপদ ব্রাউজিং রিপোর্ট পৃষ্ঠায়’ যেতে হবে। এক্ষেত্রে https://safebrowsing.google.com/safebrowsing/report_badware/ লিঙ্কটি ব্যবহার করতে হবে।

২। স্ক্রিনে প্রদত্ত নির্দিষ্ট ঘরে ‘ক্ষতিকর/সন্দেহজনক ওয়েবসাইটের URL (লিঙ্ক) টি লিখতে হবে।

৩। ক্যাপচা (CAPTCHA) প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এটি সম্পন্ন করতে ‘আমি রোবট নই’ লেখাটির পাশের ঘরে ক্লিক করতে হবে।

৪। নির্দিষ্ট ওয়েবসাইটটি রিপোর্ট করার পিছনে তোমার কারণগুলি লিখতে নির্দিষ্ট একটি ঘর থাকবে। সেখানে ওয়েবসাইটটি সম্পর্কে তোমার অভিযোগ জানাতে পারবে। (এই পর্যায়টি ঐচ্ছিক, এবং চাইলে বাদ দেওয়ার সুযোগ আছে)

৫। এবারে ‘রিপোর্ট জমা দিন’ লেখাটিতে ক্লিক করলেই তোমার রিপোর্টটি সম্পন্ন হবে।

 ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ভুয়া ওয়েবসাইটের পাশাপাশি ভুয়া অ্যাপগুলিও বিড়ম্বনা সৃষ্টির একটি কারণ। তাই ভুয়া অ্যাপ শনাক্ত করা ও যথাযথ কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করার প্রক্রিয়াগুলি জানা ও প্রয়োগ করার মাধ্যমে ইন্টারনেটের সচেতন ব্যবহার নিশ্চিত করা যেতে পারে।

ভুয়া অ্যাপ শনাক্ত করার উপায় –