উবার, পাঠাও, সহজ অ্যাপ ব্যবহার

কোথাও যেতে হলে আগে প্যাসেঞ্জার হিসেবে আমাদের গাড়ি, রিকশা কিংবা সিএনজি খুঁজতে হত। এরপর চালকের সাথে কথা কথা বলে রাজি হলে যাত্রা শুরু। অনেক সময় স্ট্যান্ডে গিয়ে রিকশা কিংবা গাড়ি নিয়ে আবার বাসায় এসে তারপর অন্যদের নিয়ে রওনা হতে হয়। কখনো আবার জরুরী মূহুর্তে গাড়ি পাওয়া যায় না, চালক অন্য দিকে যেতে চায়, অনেকে বেশি ভাড়া দাবী করে। এসব সমস্যার সমাধান যদি আমরা ঘরে বসেই মোবাইলের মাধ্যমে করে ফেলতে পারতাম তবে কতই না ভালো হত। আর সেই চিন্তা থেকেই পাঠাও ও উবারের মত সেবা তৈরি করা হয়েছে। পাঠাও, উবার ও সহজ অ্যাপ ব্যবহার করে খুব সহজে বাসায় বসে খাবার অর্ডার করা থেকে শুরু করে টিকেট কেনা পর্যন্ত অনেকগুলো অতি জরুরি কাজ করা যায়। এর জন্যে প্রয়োজন শুধু একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ। চলুন জেনে নেয়া যাক এসব অ্যাপ থেকে কী কী সেবা পাওয়া যায় এবং সেগুলো কীভাবে ব্যবহার করা যায় সে সম্পর্কে।

উবার ও পাঠাও অ্যাপ ব্যবহার

উবার ও পাঠাও অ্যাপের ধরণ একইরকম। এই দুইটি অ্যাপেই রাইড শেয়ারিং সেবা, ফুড ডেলিভারি, পার্সেল ডেলিভারির সুযোগ আছে। এই দুইটা অ্যাপের মাধ্যমে ঘরে বসেই অতি সহজে এ ধরণের সুবিধাগুলো নিতে পারবেন। এই দুইটি অ্যাপের মধ্যে উবার বিশ্বের অনেকগুলো দেশেই চালু আছে। কিন্তু পাঠাও বাংলাদেশী কোম্পানি।

১। রাইড শেয়ারিং

যাতায়াতের ক্ষেত্রে রাইড শেয়ারিং সার্ভিস বাংলাদেশে এখন অনেক জনপ্রিয়। এসব রাইড শেয়ারিংয়ের মাধ্যমে খুব সহজে মোটরবাইক, সিএনজি, প্রাইভেট কার, মাইক্রোবাস ভাড়া নিয়ে যাতায়াত করা যায়। ঢাকা ও চট্টগ্রাম এই দুই শহরে রাইড শেয়ারের এই সেবাটি চালু আছে। আবার আপনার যদি মোটরবাইক বা প্রাইভেট কার থাকে তাহলে পাঠাও ড্রাইভার/উবার ড্রাইভার অ্যাপের মাধ্যমে এগুলো দিয়ে আয় করতে পারবেন। সেজন্য গুগল প্লে স্টোর থেকে পাঠাও/উবার ড্রাইভার অ্যাপ ডাউনলোড করে তারপর অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা শেষে উবার/পাঠাওয়ের অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অ্যাকাউন্ট সচল করতে হবে। একইভাবে রাইড শেয়ারিং সেবা নেয়ার জন্যেও ব্যক্তিগত তথ্য দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। কিন্তু এক্ষেত্রে আলাদা করে কোনরকম ডকুমেন্ট জমা দিতে হবে না।

২। ফুড ডেলিভারি

আপনার বাসার আশেপাশের যেকোন রেস্টুরেন্ট থেকে পছন্দসই খাবার হোম ডেলিভারি নিতে পারবেন পাঠাও ও উবার অ্যাপ এর মাধ্যমে। পাশাপাশি গৃহস্থালি জিনিসপত্রও কেনা যায়। এর মাধ্যমে আয় করতে চাইলে প্রয়োজন পরবে একটি ব্যক্তিগত মোটরবাইক বা বাইসাইকেলের। আবার কেউ চাইলে বাসায় কোন খাবার বানিয়ে সেগুলো অ্যাপ দিয়ে ক্রেতার কাছে পাঠাতে পারবেন। সাইকেল বা বাইক নিয়ে খাবার ডেলিভারি দিতে চাইলে অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করার পর অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যেমন জাতীয় পরিচয়পত্র, ছবি এগুলো জমা দিতে হবে।

৩। পার্সেল ডেলিভারি

শহরের যেকোন প্রান্তে থাকা কাছের মানুষের মাধ্যমে সাথে সাথেই যেকোন পার্সেল পাঠাতে পারবে। সেজন্য অ্যাপ এর মাধ্যমে পণ্যের বিবরণ দেয়ার পর রাইডার কল করতে হবে। রাইডারের কাছে দিয়ে দিলে সেগুলো কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে নিয়ে যাবে। ফুড ডেলিভারি বা রাইড শেয়ারিং এর মত এখানেও অ্যাকাউন্ট করে আয়ের সুযোগ আছে। পাঠাওয়ের এই সেবার নাম পাঠাও পার্সেল এবং উবারের এই সেবার নাম উবার কানেক্ট।

পে-লেটারঃ পাঠাও সম্প্রতি পে-লেটার অপশন চালু করেছে। পে-লেটার মানে হচ্ছে পাঠাও নিয়মিত ব্যবহারকারীকে দুই-তিন হাজার টাকা পর্যন্ত বাকিতে খাবার আনা এবং রাইড শেয়ারিং এর সুযোগ দিচ্ছে। এবং যে টাকা তাদের পাওনা হবে তা পরিশোধের জন্য আপনাকে ১ মাসের মত সময় দেয়া হবে। গ্রাহক আকর্ষণের জন্য এমন অনেক নতুন ফিচার যুক্ত করছে পাঠাও এবং উবার।

 সহজ অ্যাপ ব্যবহার

এদেশে বেশ জনপ্রিয় একটি অ্যাপ হলো সহজ অ্যাপ। সহজ অ্যাপ দিয়ে বাস ও লঞ্চের টিকেট কেনা যায় এবং এর সাথে সহজ লার্ন বলে ই-বুক পড়ার সুবিধা আছে।

১। সহজ বাস

সহজ অ্যাপের মাধ্যমে বাংলাদেশের অধিকাংশ জায়গায় যাবার বাসের টিকেট কেনা যাবে। সেজন্য অ্যাপে গিয়ে যাত্রা শুরু ও গন্তব্য স্থান, যাত্রার তারিখ-সময়, যাত্রী সংখ্যা এগুলো নির্বাচন করলে এই রুটে চলা সকল বাসের নাম ও সময় দেখাবে। বাস নির্বাচন করে অনলাইনে ভাড়া পরিশোধ করলেই টিকেট পেয়ে যাবেন।

২। সহজ লঞ্চ

বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে সবচেয়ে সহজ যাতায়াত হচ্ছে লঞ্চের মাধ্যমে। সহজ অ্যাপ দিয়ে লঞ্চের টিকেট কেনা যাবে। যাত্রা শুরু ও গন্তব্যের স্থান, যাত্রার সময় ও তারিখ, যাত্রী সংখ্যা, কেবিনের ধরণ নির্বাচন করলে ওইদিন সচল আছে এমন লঞ্চের তালিকা দেখাবে। সেই তালিকা থেকে লঞ্চ নির্বাচন করলে কেবিন বাছাই করতে দেয়া হবে। কেবিন বাছাই করে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ভাড়া পরিশোধ করলে টিকেট পেয়ে যাবেন।

৩। সহজ লার্ন

সহজ অ্যাপে লগ ইন করে খুব সহজে ই-বুক পড়া যাবে। সকল বয়সের জন্যই বই পাবেন এই অ্যাপে। এই সুবিধাটি অন্য অ্যাপগুলোর তুলনায় স্বতন্ত্র।

এবং বিশেষ করে সহজ অ্যাপ ব্যবহারের সময় কোন সমস্যা হলে সহজের হটলাইন নাম্বার 16374 – এ ফোন দিয়ে সমাধান করা যাবে।