টেন মিনিট স্কুল

সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। আমাদের শিক্ষা ব্যবস্থা একসময় ছিল পাঠশালা, মক্তব কেন্দ্রিক। সময়ের সাথে সাথে যুগের চাহিদা অনুযায়ী পাঠশালা, মক্তবের জায়গাগুলো দখল করে নেয় স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রযুক্তি ও আধুনিকতার ছোয়ায় এই শিক্ষা পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট সংযোগ থাকলে যে কোন স্থানে বসেই জ্ঞান অর্জন সম্ভব। বাংলা ভাষাতে জ্ঞান অর্জনের এই সুযোগটি সহজ করে দিয়েছে টেন মিনিট স্কুল নামের এই উদ্যোগটি।

https://10minuteschool.com/ এই ওয়েব সাইটে গিয়ে স্বল্পমূল্যে বিভিন্ন বিষয়ভিত্তিক পাঠ, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং, ইংরেজী প্রশিক্ষণ, স্কিল ডেভলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে জ্ঞান/দক্ষতা অর্জন সম্ভব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তত্ত্বাবধায়নে বিভিন্ন কোর্সের লাইভ ক্লাশ, লেকচার শিট, প্রশ্ন-উত্তর, মডেল টেস্ট, মূল্যয়ন এর ব্যবস্থা আছে এখানে। রেকর্ডেড ভিডিও দেখার ব্যবস্থাও রাখা হয়েছে এই ওয়েব সাইটে। এমনকি বিদেশে পড়ালেখা করতে হলে পরীক্ষা নামের যে বাধা পেরিয়ে আসতে হয়, সে বাধাকে সহজ করার জন্য SAT, GRE, GMAT আর IELTS-এর অনুশীলনের জন্যও টেন মিনিট স্কুল রেখেছে ১০ মিনিটের মজাদার সব মডেল টেস্ট আর কুইজ।

জে এস সি, এস এস সি, এইচ এস সি পর্যায়ের বিভিন্ন বিষয়ের ফ্রি ক্লাশের ব্যবস্থা আছে ১০ মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলে। স্কিল ডেভলপমেন্ট এর বিভিন্ন বিষয়ের ফ্রি ভিডিও পাওয়া যাবে তাদের ইউটিউব চ্যানেলে। https://www.youtube.com/channel/UCL89KKkLs0tZKld-iIS3NGw এই ইউটিউব চ্যানেলে গিয়ে যে কেউ বিনমূল্যে তোমাদের প্রয়োজনীয় অ্যাকাডেমিক পাঠের সহায়তা পাবে।

 ২০১৫ সালে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ১০ মিনিট স্কুল এর যাত্রা শুরু । “শেখো, অনুশীলন করো এবং উন্নত হও” এই ট্যাগলাইন নিয়ে ব্যক্তি উদ্যোগে শুরু হয়েছিল অনলাইন স্কুলটির পথচলা। কোনো শিক্ষার্থীর যদি শেখার আগ্রহ ও পূর্ণ ইচ্ছা থাকে, তাহলে সে যে প্রান্ত থেকেই আসুক না কেন, তার আর্থিক অবস্থা যেমনই থাকুক না কেন, তাকে সর্বোচ্চ শিক্ষাদান করা উচিত। আর এই স্বপ্ন বাস্তবায়নেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন টেন মিনিটস স্কুলের কর্মীরা। মুক্ত এবং উন্নত শিক্ষা সবার জন্য—এ লক্ষ্যেই এগোচ্ছে স্কুলটি। 

 ১০ মিনিট স্কুলের ওয়েব সাইট থেকে অ্যাকাডেমিক পাঠের সহায়তার জন্য https://10minuteschool.com/ ওয়েব সাইটে প্রবেশ করে হোম পেইজের উপরের দিকে স্টাডিতে ক্লিক করতে হবে। তারপর উপরে ডানদিকে ক্লাশ পরিবর্তনে গিয়ে তোমার ক্লাশ সিলেক্ট করতে হবে। এরপর যে বিষয়ে তুমি সহায়তা চাও সেই বিষয় সিলেক্ট করে বিষয়টির নির্দিষ্ট অধ্যায় সিলেক্ট করে দিতে হবে। তাহলেই সেই অধ্যায়ের উপর ইউটিউবের ভিডিও লেকচার পাওয়া যাবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে তোমাকে কোন রেজিস্ট্রেশন বা ফর্ম পূরণ করতে হবে না।

এভাবে তুমি বিভিন্ন বিষয়ের কোর্সে অংশগ্রহণ, এবং সেগুলোর মূল্যায়নে অংশগ্রহণ করে তোমার নিজের প্রয়োজনীয় জ্ঞান/দক্ষতা বাড়াতে পারবে এবং নিজের শেখার জন্য প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারবে।