সুস্থ জীবনযাপনে স্বাস্থ্যবটিকা অনুসন্ধানের জন্য অনুমোদিত অ্যাপ কিংবা ওয়েবসাইট

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিকায়নের ফলে যে সকল পরিষেবা এখন মানুষের হাতের মুঠোয় চলে এসেছে তার মধ্যে চিকিৎসা সেবা উল্লেখযোগ্য। ডাক্তারের সিরিয়াল নেওয়া, সার্বক্ষণিক যেকোনো স্বাস্থ্যগত পরামর্শ, ডিজিটাল প্রেসক্রিপশন, কোন ওষুধের সম্পর্কে বিস্তারিত তথ্য, এমনকি ঘরে বসে ঔষধ পর্যন্ত পাওয়া যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপের সাহায্যে। যে সকল ওয়েবসাইট বা অ্যাপের সাহায্যে এই পরিষেবাগুলি উপভোগ করা যাবে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো-

সুস্থ জীবন যাপনে স্বাস্থ্যবটিকা অনুসন্ধানের জন্য অনুমোদিত অ্যাপ

বর্তমানে বাংলাদেশে সরকারি, বেসরকারী, কিংবা ব্যক্তি পর্যায়ে উদ্যোগের মাধ্যমে বিভিন্ন চিকিৎসা সেবা সংক্রান্ত অ্যাপ তৈরি হচ্ছে। সুস্থ জীবন যাপনে স্বাস্থ্যবটিকা অনুসন্ধানের জন্য অনুমোদিত এই অ্যাপসমূহের মধ্যে আছে –

১। মেডিটর হেলথ - স্টার্টআপ বাংলাদেশ এবং আইসিটি ডিভিশনের সহায়তায় সফলভাবে সারা দেশব্যাপী সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে মেডিটর হেলথ। প্রতিষ্ঠানটি এই মুহূর্তে প্রতিদিন গড়ে তিন শতাধিক মানুষকে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত টেলিমেডিসিন সেবা প্রদান করছে।

অন্যান্য সেবার মধ্যে আছে –

-         অনলাইন ডাক্তার কনসালটেশন

-         হোম ডায়াগনস্টিক সার্ভিস

-         কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মোবাইল অ্যাপ (এর মাধ্যমে বিনা খরচে, সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারবে)

-         ডিজিটাল প্রেসক্রিপশন নেওয়ার সুবিধা

-         স্বনামধন্য ডায়াগনস্টিক সেন্টার থেকে বাসায় বসেই নিরাপদে প্রয়োজনীয় ল্যাব টেস্ট করানো। 

-         হেলথ ট্র্যাকিং টুলের মাধ্যমে সপ্তাহ, মাস বা বছরের স্বাস্থ্যের অবস্থা, ভবিষ্যতের স্বাস্থ্য ঝুঁকি ইত্যাদি ব্যাপারে ধারণা দেওয়া

মেডিটর হেলথ মোবাইল অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এই লিঙ্কটি ব্যবহার করতে হবে- https://goo.gl/wRzLUP

এছাড়াও হেল্পলাইন নাম্বার 01735 981845 ব্যবহার করেও প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা গ্রহণ করা যাবে।

 

২। ডাক্তার দেখাও – যেকোনো ধরণের শারীরিক অসুস্থতা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, বয়স্ক ও মাতৃকালীন স্বাস্থ্যসেবা বা নবজাতকের যত্ন এবং পরামর্শের জন্য কয়েক মিনিটের মধ্যে ভিডিও কল করে পেশাদার চিকিৎসকদের সাথে কথা বলতে ‘ডাক্তার দেখাও’ অ্যাপের সহায়তা নেওয়া যেতে পারে।

তাদের অন্যান্য সেবাসমূহের মধ্যে আছে-

-         প্রেসক্রিপশন বুঝে নেওয়া

-         ঔষধ সেবনের অ্যালার্ম

https://doctordekhao.com.bd/ লিংকটি ব্যবহার করে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা গ্রহণ করা যাবে।

মোবাইল ফোন ব্যবহার করে সুস্থ জীবন যাপনে স্বাস্থ্যবটিকা অনুসন্ধান

মোবাইল ফোনের মাধ্যমে নাগরিকগণ এখন সরকারী স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ নিতে পারছেন। এই পরিষেবার আওতায় বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলা সরকারি হাসপাতালে একটি করে মোবাইল ফোন দেয়া হয়েছে। এসব মোবাইল ফোনে ২৪ ঘন্টা ব্যাপী কোন না কোন চিকিৎসক কল রিসিভ করেন। স্থানীয় জনগণ এসব মোবাইল ফোনে কল করে হাসপাতালে না এসেই বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নিতে পারে।

https://app.dghs.gov.bd/inst_info/mobile_search.php লিঙ্কটির সাহায্যে তোমার এলাকার জন্য নির্ধারিত মোবাইল নম্বরটি জানতে পারবে।

সুস্থ জীবন যাপনে স্বাস্থ্যবটিকা অনুসন্ধান করতে এসএমএস এর ব্যবহার

-         এসএমএস-এর মাধ্যমে প্রসুতিকালীন পরামর্শ পেতে ১৬৩৪৫ নম্বরে মেসেজ দিতে হবে

-         যে কোন সরকারী হাসপাতালের সেবার মানের ব্যাপারে অভিযোগ বা পরামর্শ জানাতে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করা যেতে পারে।

এছাড়াও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকসমূহের ডিজিটাল পরিষেবা পেতে http://www.dghs.gov.bd/ লিঙ্কটি ব্যবহার করতে পারবে।