বর্তমানে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের অ্যাপ স্টোর গুগল প্লে স্টোরে বিভিন্ন রকম অ্যাপ পাওয়া যায় যা চাইলেই খুব সহজে ইন্সটল করে নিয়ে ব্যবহার করা যায়। প্রতিটি অ্যাপে ঢুকলে নামের নিচে 3+, 7+, 12+, 16+ ও 18+ এমন কিছু লেখা থাকে। এই লেখাগুলো মূলত অ্যাপটি কাদের জন্য ব্যবহার উপযোগী সেটা বলে দেয়। 3+ রেইটেড সব অ্যাপ ৩ বছর বা তার বেশি বয়সের সবাই ব্যবহার করতে পারবে। একইভাবে 18+ রেইটেড মানে হল এইসব অ্যাপ ১৮ বছর বা তার বেশি বয়সের মানুষদের জন্য ব্যবহার উপযোগী। শিশুদের জন্য 3+ থেকে 12+ পর্যন্ত রেইটেড অ্যাপগুলো ব্যবহার করা নিরাপদ। একইভাবে Age rating করা থাকে অ্যাপল অ্যাপ স্টোরেও। সেখানেও বয়সের এই রেটিং দেখে নিয়ে শিশুদের জন্য নিরাপদ অ্যাপগুলো প্রথমেই আলাদা করা যায়। এছাড়াও অনেক অ্যাপ শিশুদের জন্য আলাদা করে তৈরি করা হয়। এসব অ্যাপের নামের শেষে Kids যুক্ত করে দেয়া হয় আলাদা করে চেনার জন্য। যেমন Khan Academy Kids, Youtube Kids ইত্যাদি। এরকম যেকোনো অ্যাপের Kids ভার্সনগুলো শিশুদের জন্য নিরাপদ।
ইউটিউবে রেস্ট্রিক্টেড মোড
ইউটিউব অ্যাপে ঢুকলে ডানদিকে একদম উপরে গুগল আইকনে ক্লিক করলে সেটিংসসহ বেশকিছু মেনু পাওয়া যাবে। সেটিংসে ক্লিক করলে নিচের দিকে রেস্ট্রিক্টেড মোড নামে একটি অপশন পাওয়া যাবে। এটি অন করে দিলে শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য তৈরি ভিডিওগুলো আসা বন্ধ করা যাবে। এতে যেসব ভিডিও ১৮ বা তারচেয়ে বেশি বয়সের মানুষদের জন্য উপযোগী সেগুলো আর আসবেনা। তখন শিশুদের জন্য এই ইউটিউব অ্যাপ ব্যবহার করা নিরাপদ। শিশুদের জন্য ইউটিউবের আলাদা একটি অ্যাপ রয়েছে Youtube Kids নামে। সেখানে বড়দের অ্যাকাউন্ট দিয়ে লগইন করে দিতে হবে প্রথমেই। তারপর ছোটরা চাইলে এটি ব্যবহার করতে পারবে। ইউটিউব কিডসের ভিডিও কনটেন্টগুলো বাচ্চাদের উপযোগী হওয়ায় এটি ব্যবহার নিরাপদ।
গুগলে সেইফ সার্চ
সেইফ সার্চ (Safe Search) মূলত গুগল সার্চগুলো সীমিত বা রেস্ট্রিক্ট করার উপায়। গুগলের সার্চ করলে যাতে কোনরকম অবাঞ্ছিত ওয়েবসাইট, লিংক বা কোনকিছু না আসে সেজন্য মোবাইলের ব্রাউজার থেকে গুগল সেইফ সার্চ অন্য করে দেয়া যায়। ব্রাউজার থেকে গুগলের সার্চ সেটিংসে গেলে সেখানে Safe Search Filters নামে অপশন পাওয়া যাবে। এখানে Hide Explicit Results অন করে দিলে গুগল সার্চ রেস্ট্রিক্টেড হয়ে যাবে অর্থাৎ সার্চ করলে আর কোনরকম এডাল্ট কন্টেন্ট বা শিশুদের অনুপযোগী কিছু দেখাবে না। এতে করে গুগলের সার্চ থেকে যত ওয়েবসাইটের লিংক আসবে সেগুলো শিশুদের জন্য নিরাপদ হবে।
পেইড অ্যাপস দিয়ে নিরাপত্তা
Kaspersky Safe Kids, Qustodio, McAfee Safe Family, Norton Family এরকম কিছু অ্যাপ মোবাইল এবং কম্পিউটারে চালানো যায় যা শিশুদের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে যাতে করে শিশুরা নিরাপদে বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করতে পারে বা বিভিন্ন নিরাপদ অ্যাপ ব্যবহার করতে পারে। এসব অ্যাপ মূলত শিশুদের অনুপযোগী কনটেন্ট আছে এমন সব ওয়েবসাইট অ্যাক্সেস বন্ধ করে দেয়। যার ফলে এগুলো ইন্সটল করে নিলে ডিভাইসটি দিয়ে অ্যাপ এবং ওয়েবসাইটে ব্রাউজ শিশুদের জন্য নিরাপদ ধরে নেয়া যায়।
FableVision Studios, AppsChopper, Toca Boca সহ আরও অনেক অ্যাপ ডেভেলপার কোম্পানি শিশুদের জন্য টার্গেট করে গেমস এবং শিক্ষণীয় অ্যাপ তৈরি করে থাকে। এমন ডেভেলপারদের অ্যাপগুলো শিশুদের জন্য নিরাপদ।
www.kidsafeseal.com একটি চমৎকার কোম্পানি যা শিশুদের জন্য উপযোগী অ্যাপ এবং ওয়েবসাইটগুলোকে সার্টিফিকেট প্রদান করে থাকে। যেসব অ্যাপ এবং ওয়েবসাইটের kidsafeseal সার্টিফিকেট আছে সেসব ওয়েবসাইট শিশুদের জন্য নিরাপদ ধরে নেয়া যায় কোনপ্রকার চিন্তা ভাবনা ছাড়াই। কোন কোন অ্যাপ বা ওয়েবসাইটের এই সার্টিফিকেট আছে সেটা তাদের Member List থেকে দেখে নেয়া যায়। এই লিস্টের সকল অ্যাপ এবং ওয়েবসাইট শিশুদের জন্য উপযোগী। যেমন- এই লিস্টে caribou নামের অ্যাপটির কথা ধরা যাক। এতে শিশুদের জন্য ভিডিও কলের পাশাপাশি বেডটাইম স্টোরির সুবিধাও পাওয়া যাবে।