তোমরা কি এখন শুধু স্কুলে বসে বই থেকেই পড়াশোনা করো? শুধু কি তোমার স্কুলের শিক্ষক থেকেই পড়াশোনা শিখো? আর অন্য কোন জায়গা থেকে কি তুমি পড়াশোনা করো না? তোমাদের মধ্যে হয়ত বেশিরভাগই উত্তর হয়ত হবে 'হ্যাঁ' । কেননা, এই করোনা পরিস্থিতির মধ্যে আমরা অনেকেই ইন্টারনেটের সহায়তায় বিভিন্নভাবে পড়াশোনা করেছি।
মূলত, ইন্টারনেটে অভ্যস্ততা আমাদের জীবনযাপন প্রক্রিয়ায় বিভিন্ন ধরণের উন্নতি সাধন করেছে। বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কাজে ইন্টারনেট ব্যাপক ভাবে সহায়তা করছে।যেমন-ডাক্তারের সিরিয়াল দেয়া, দূর-দূরান্তে যোগাযোগ,প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়-বিক্রয় ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ আমরা এখন ইন্টারনেটের সহায়তায় করে থাকি। শিখন-শেখানো প্রক্রিয়ায় আমূল পরিবর্তন এসেছে ইন্টারনেটের কল্যাণে। এজন্যই আমরা এখন জেনে নিব কীভাবে ইন্টারনেটের সহায়তায় বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারি।
চলো, তাহলে আমরা জেনে নিই কোন কোন অ্যাপ বা ওয়েবসাইটের সহায়তা নিয়ে পড়াশোনা করতে পারি। অথবা, আমাদের পড়াশোনা সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিতে পারি।
প্রথমেই জেনে নেওয়া যাক, কিছু শিক্ষামূলক অ্যাপ সম্পর্কে।
১) টেন মিনিট স্কুল:
এই অ্যাপে তোমাদের মত ছোট ছোট শিক্ষার্থীদের জন্য মজার মজার কিছু ভিডিও রয়েছে। ভিডিও গুলোর মাধ্যমে তোমাদের পাঠ্যবইয়ে যে বিষয়বস্তু গুলো রয়েছে সেই শেখার বিষয়গুলোকে আরো মজাদার এবং আকর্ষণীয় করে তোলা হয়েছে। তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে গুগল প্লে স্টোরে গিয়ে খুব সহজেই '10 Minute School - Online Learning Courses' এইনামে সার্চ করে 10 minute School অ্যাপটি ডাউনলোড করতে হবে। অথবা, https://play.google.com/store/apps/details?id=com.a10minuteschool.tenminuteschool এই লিংকে গিয়েও তুমি অ্যাপটি ডাউনলোড করতে পারবে। আর তুমি যদি ডেস্কটপ বা কম্পিউটার ব্যবহার করে থাকো তাহলে http://10minuteschool.com/ - এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে টেন মিনিট স্কুল অ্যাপটি থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে।
২) এপিক! (Epic!):
আমরা কিন্তু এখন শুধু বই হাতে নিয়েই পড়াশোনা করি না। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আমরা অনলাইনেও বই পড়তে পারি। এমনই অনেক রকমের বই একসাথে পড়ার জন্য একটি অসাধারণ ই-বুক লাইব্রেরী অ্যাপ রয়েছে। এখানে ১০ হাজারেরও অধিক গুরুত্বপূর্ণ বইয়ের সমাহার রয়েছে; যা মূলত তোমাদের কথা বিবেচনা করেই তৈরি করা হয়েছে। তোমরা এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের বই পড়ে তোমাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে পারবে। আবার, এখানে শিক্ষাসংক্রান্ত অনেক ভিডিও আছে, এসব ভিডিও দেখার মাধ্যমেও জ্ঞানের পরিসীমাকে বাড়াতে পারবে।
৩) নতুন ভাষা শেখার জন্য বিভিন্ন অ্যাপ:
তোমরা সবাই কিন্তু ঠিকমত বাংলা ভাষায় কথা বলতে পারি,তাই না? তোমাদের কি কারো বাংলা বাদে অন্য কোনো ভাষা শিখতে ইচ্ছা করে?
যদি করে থাকে তাহলে তোমাদের জন্য রয়েছে কিছু মজার অ্যাপ। যেগুলোর মাধ্যমে তুমি নতুন একটা ভাষা খুব সহজেই শিখে ফেলতে পারবে। যেমন- ডুয়োলিঙ্গো (Duolingo: language lessons) প্লে স্টোর থেকে তুমি অ্যাপটি ডাউনলোড করে নিজের সময়মত ও পছন্দমত ভাষা শিখে ফেলতে পারো।
৪) কুইক ম্যাথ (Quick Math)
সংখ্যাগত ও গাণিতিক বিষয়ে দক্ষতা অর্জনের জন্য শিশুদের উপযোগী বেশ জনপ্রিয় একটি অ্যাপ হচ্ছে কুইক ম্যাথ। সাধারণত ছোট ছোট শিক্ষার্থীদের গাণিতিক বিষয়ে ধারণা দেওয়ার ক্ষেত্রে এই অ্যাপটি কার্যকর ভূমিকা পালন করে। অ্যাপ স্টোর থেকে সহজেই এই অ্যাপটি ডাউনলোড করে মজার মজার গাণিতিক সমস্যা সমাধান করে গণিতে দক্ষ হয়ে উঠতে পারবে।
৫) সাইন্স ৩৬০ (Science360)
এই অ্যাপটিতে ছবি এবং ভিডিওয়ের মাধ্যমে বিজ্ঞান বিষয়ক মজার মজার তথ্য শিশুদের প্রদান করা হয়ে থাকে। অ্যাপটি ব্যবহার করলে তুমি প্রতিনিয়ত বিজ্ঞানের নতুন তথ্যগুলো জানতে পারবে।
৬) কিডস পেইন্ট (Kids Paint)
এই অ্যাপের মাধ্যমে শিশুরা আঁকাআঁকি করে রঙ করা শিখতে পারে। যেকোনো সময় তোমরা এই অ্যাপে প্রবেশ করে খুব সহজেই মনের মতো আঁকাআঁকি করতে পারবে।
৭) এবিসি গান: নার্সারি ছড়া, কবিতা, শিশুদের শেখা
শিশুদের অক্ষরের আকৃতি চিনতে, বিভিন্ন নতুন শব্দের সাথে পরিচয় করাতে, বর্ণমালা শেখাতে এই অ্যাপ শিশুদের জন্য বেশ উপকারী। গানের মাধ্যমে আনন্দের সাথে বাচ্চারা সহজেই বর্ণমালার অক্ষর শিখতে পারবে। সাথে সাথে মজার কিছু ছড়াও গান শিখে ফেলতে পারবে।
কিছু শিক্ষামূলক ওয়েবসাইট
১) কৌতূহলী ওয়ার্ল্ড ( www.curiousworld.com )
শিশুদের জন্য অন্যতম মজাদার একটি ওয়েবসাইট হলো কৌতূহলী ওয়ার্ল্ড। শিশুদেরকে খেলার মাধ্যমে তাদের বয়সপোযোগী কিছু প্রয়োজনীয় শিক্ষা দানের জন্য এই ওয়েবসাইটটি বেশ উপযোগী। এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে শিশুরা খুব সহজেই সেবাটি গ্রহন করতে পারে।
২) ভূগোল বিষয়ক ওয়েবসাইট (https://kids.nationalgeographic.com/ )
এই ওয়েবসাইটের মাধ্যমে শিশুরা বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন খেলার মাধ্যমে চারপাশের বিশ্ব সম্পর্কে নতুন নতুন জিনিস শিখতে পারে।
৩) এবিসিমাউস (https://www.abcmouse.com/ )
২-৭ বছর বয়সী শিশুরা এই ওয়েবসাইটের মাধ্যমে বই এবং সংগীত পড়তে বা শুনতে, গেম খেলতে এবং রঙ করতে পারবে। এটি বাচ্চাদের নতুন নতুন শব্দ শেখার জন্য অন্যতম সেরা একটি ওয়েবসাইট।
৪) ফানব্রেইন (www.funbrain.com )
এই ওয়েবসাইটটিতে খেলার মাধ্যমে গণিত এবং পড়ার দক্ষতা বৃদ্ধি করে। সাথে বিভিন্ন ধরনের গেমস, বই এবং ভিডিওসহ আরও অনেক কিছু সরবরাহ করা থাকে।
৫) খান একাডেমি (www.khanacademy.org )
যে কাউকে, যে কোনও জায়গায় বিনা খরচে শিক্ষা দেওয়ার জন্য খান একাডেমি একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিষয়েই অসংখ্য ভিডিও রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অনুশীলন যাতে করে বাচ্চারা নিজেরাই শেখার মূল্যায়ন করতে পারে।
৬) ফ্যানোলজি (www.funology.com )
এই ওয়েবসাইটটিতে রয়েছে না জানা অনেক মজাদার তথ্য, রসিকতা, ধাঁধা এবং এমনকি বিভিন্ন মজার মজার রেসিপি। শিশুদের অবসর সময় মজাদার উপায়ে কাটানোর জন্য এই ওয়েবসাইটটি বেশ উপযোগী।
৭) কুলম্যাথ (www.coolmath.com )
তোমাদের মধ্যে অনেকে গণিত খুব পছন্দ করো আবার অনেক একটু ভয় পাও। তোমাদের সবার জন্য এই মজাদার ওয়েবসাইটটি বেশ কাজে দিবে। এই ওয়েবসাইটটির মাধ্যমে তোমরা অনলাইন গণিতের গেমগুলি খেলতে খেলতে গণিতে দক্ষ হয়ে উঠতে পারবে।
এভাবে তোমরা অনলাইনে থেকেও বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারবে ।