শিক্ষামূলক অ্যাপ ও ওয়েবসাইট পরিচিতি (যেমন টেন মিনিট স্কুল, মুক্তপাঠ, কিশোর বাতায়ন, খান একাডেমি বাংলা, ইত্যাদি)

সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তিত হয়। আমাদের শিক্ষাব্যবস্থা একসময় ছিল পাঠশালা ও মক্তব কেন্দ্রিক। ধীরে ধীরে যুগের চাহিদানুযায়ী পাঠশালা/মক্তবের জায়গা দখল করে নেয় স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় এই শিক্ষা পদ্ধতিও পরিবর্তন হচ্ছে। ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট সংযোগ থাকলে এখন যেকোন স্থানে বসেই জ্ঞান অর্জন করা সম্ভব। শিক্ষার প্রসার আরো অগ্রসর করার জন্য অনেক শিক্ষামূলক ওয়েবসাইট দিন দিন শিক্ষার্থীদের কাছে হয়ে উঠছে আরো সহজলভ্য। এখানে এমনই কয়েকটি ওয়েবসাইট সম্পর্কে আমরা জানবো –

(১) মুক্তপাঠ

বাংলাদেশের সাধারণ জনগণের জন্য অনলাইনে কোর্স করার ক্ষেত্রে ভাষা বেশ বড় একটি সমস্যা ছিল। সময়ের সাথে সাথে অনলাইন কোর্সের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসে বাংলা ভাষায় ই-লার্নিং কোর্সের ব্যবস্থা করার জন্য। বাংলাদেশ সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের তত্বাবধায়নে পরিচালিত এরকমই একটি উদ্যোগ ‘মুক্তপাঠ’। যে কোন শিক্ষা, চাকরি, বিদেশগামী কর্মী, কৃষি, গবাদি পশু লালন-পালন বা নতুন কোন উদ্যোগ গ্রহণের জন্য জ্ঞান ও দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই। এই দক্ষতা উন্নয়নের জন্য সহায়ক হিসাবে কাজ করে মুক্তপাঠ। এ ছাড়াও কারিগরি জ্ঞান অর্জন, শিক্ষক প্রশিক্ষণ, কম্পিউটার প্রযুক্তির ব্যবহার, রোগ প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয়ের প্রাথমিক জ্ঞান পাওয়া যাবে মুক্তপাঠের মাধ্যমে। https://www.muktopaath.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে কিংবা Muktopaath অ্যাপ ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে যে কেউ এখান থেকে অনলাইন কোর্স করতে পারেন এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীকে অনলাইন সার্টিফিকেট প্রদান করা হয়।

(২) কিশোর বাতায়ন

মূলত কিশোর-কিশোরীদের জন্য উপযোগী একটি ওয়েবসাইট কিশোর বাতায়ন। বাংলাদেশ সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এর একটি উদ্যোগ যা ২০১৮ সালে যাত্রা শুরু হয়। কিশোরকিশোরী বা ১৩ বছরের ঊর্ধ্ব বয়সী শিক্ষার্থীরা দেশের যে কোন প্রান্ত থেকে http://konnect.edu.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাকাডেমিক পাঠ, জীবন দক্ষতা অর্জন, প্রিয় লেখকের বই পড়ার সুযোগ, অ্যাকাডেমিক অ্যাসাইনমেন্টসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবে।

(৩) টেন মিনিটস স্কুল

২০১৫ সালে ইউটিউব চ্যানেলের মাধ্যমে টেন মিনিটস স্কুলের যাত্রা শুরু। “শেখো, অনুশীলন করো এবং উন্নত হও” এই স্লোগান নিয়ে ব্যক্তি উদ্যোগে শুরু হয়েছিল অনলাইন স্কুলটির পথচলা। কোন শিক্ষার্থীর যদি শেখার আগ্রহ ও পূর্ণ ইচ্ছা থাকে তাহলে সে যে প্রান্ত থেকেই আসুক না কেন এবং তার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, তাকে সর্বোচ্চ শিক্ষাদান করা উচিত। আর এই স্বপ্ন বাস্তবায়নেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন টেন মিনিটস স্কুলের কর্মীরা। মুক্ত এবং উন্নত শিক্ষা সবার জন্য - এ লক্ষ্যেই এগোচ্ছে স্কুলটি। টেন মিনিটস স্কুলের https://10minuteschool.com/ ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করে স্বল্পমূল্যে বিভিন্ন বিষয়ভিত্তিক পাঠ, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং, ইংরেজি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন সম্ভব। সেই সাথে https://www.youtube.com/channel/UCL89KKkLs0tZKld-iIS3NGw - এই ইউটিউব চ্যানেলে গিয়ে যে কোন শিক্ষার্থী বিনামূল্যে প্রয়োজনীয় অ্যাকাডেমিক পাঠের সহায়তা পেতে পারে।

(৪) খান অ্যাকাডেমি বাংলা

যে কোন স্থানে সবার কাছে বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০০৬ সালে খান অ্যাকাডেমির ওয়েবসাইট যাত্রা শুরু হয়। সে সময় ওয়েবসাইটের কন্টেন্ট ছিল ইংরেজিতে। ২০১৬ সালে বাংলা ভাষায় খান অ্যাকাডেমির নতুন পথচলা আরম্ভ করে। মূলত গণিত এবং কম্পিউটার শিক্ষা - এই দুইটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে খান অ্যাকাডেমির বিষয়বস্তু তৈরী করা হয়েছে। https://bn.khanacademy.org/ ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজন অনুযায়ী যে কোন ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারেন। খান অ্যাকাডেমির কন্টেন্টসমূহ দেশি-বিদেশি খ্যাতনামা শিক্ষাবিদগণ তৈরি করেছেন।