পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

এত এত অ্যাকাউন্ট আমাদের ব্যবহার করতে হয় যে অনেক সময় একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাওয়াটা অস্বাভাবিক না। পাসওয়ার্ড ভুলে গেলে আমরা সাধারণত ভয় পেয়ে যাই যে এখন মনে হয় অ্যাকাউন্টটা অচল হয়ে গেলো। কিন্তু না, আপনি চাইলে সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করে অ্যাকাউন্ট পুনরায় সচল করতে পারবেন। চলুন জেনে নেয়া যাক কীভাবে আপনি পাসওয়ার্ড রিকোভার করবেন।

 ইমেইল অ্যাকাউন্ট

-  জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় একটি রিকভারি ইমেইল এড্রেস এবং ফোন নাম্বার দিতে হয়।

- এই ইমেইল এড্রেস আপনার হতে পারে বা আপনার খুব কাছের কারো হতে পারে।

- আপনি যদি ইমেইলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে forget password এ ক্লিক করলে আপনার রিকোভারি ইমেইল এড্রেস এবং ফোন নাম্বার দেখাবে।

-  যে মাধ্যমে আপনি পাসওয়ার্ড রিকোভার করতে চান সেই মাধ্যমে (মোবাইল ফোন বা ইমেইল) নির্বাচন করলে সেখানে একটি মেসেজের মাধ্যমে ভ্যারিফিকেশন কোড চলে যাবে।

- এই কোড ইনপুট দিলে নতুন করে পাসওয়ার্ড দেয়ার অপশন আসবে। নতুন করে পাসওয়ার্ড দিল।

-যদি আপনার সেকেন্ডারি ইমেইল এড্রেস না থাকে তাহলে ফোনের মেসেজে ভ্যারিফিকেশন কোড পাঠিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

 মাইক্রোসফট অ্যাকাউন্ট

-  মাইক্রোসফট অ্যাকাউন্ট করার জন্য ইমেইল এড্রেস প্রয়োজন হয়। এই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়েই মাইক্রোসফট একাউন্টে লগইন করতে হয়।

-  পাসওয়ার্ড ভুলে গেলে forget password এ ক্লিক করে এই ইমেইলে ভ্যারিফিকেশন কোড পাঠিয়ে তারপর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন।

 ফেসবুক অ্যাকাউন্ট

-   ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইমেইল এবং ফোন নাম্বার দুটোই যুক্ত থাকে।

-  ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে লগইন করার পেইজে Forgotten password? নির্বাচন করুন।

-তারপর ইমেইল বা মোবাইল নাম্বার দিলে সে নাম্বারে ভ্যারিফিকেশন কোড পাঠিয়ে পরিচয় যাচাই করা হয়।

- পরিচয় যাচাইয়ের পর নতুন পাসওয়ার্ড নির্বাচন করতে দেয়া হয়।

 পাসওয়ার্ড ও অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু সতর্কতা –

১। অ্যাকাউন্ট তৈরির সাথে সাথে ব্যাক আপ ফোন নাম্বার এবং ইমেইল এড্রেস যুক্ত করুন।

২। পাসওয়ার্ড এমনভাবে নির্বাচন করুন যাতে ভুলে যাবার সম্ভাবনা কম থাকে।

৩। পাসওয়ার্ড ভুলে গেলে রিকোভার করার পর পরবর্তী নিরাপত্তার জন্য অ্যাকাউন্টের স্যাটিংসে গিয়ে ব্যাক আপ ফোন নাম্বার এবং ইমেইল এড্রেস দিয়ে দিন।

৪। পাসওয়ার্ড রিকোভারের জন্য আরেকটা সুযোগ আছে তাকে বলে ‘ট্রাস্টেড কন্টাক’। এর মানে হচ্ছে আপনার কাছের কারো অ্যাকাউন্টের তথ্য বা ইমেইল এড্রেস আপনার একাউন্টে ট্রাস্টেড কন্টাক হিসেবে দিয়ে রাখলে অ্যাকাউন্ট রিকোভারের সময় তার একাউন্টে বা মেইলে ভ্যারিফিকেশন কোড পাঠিয়ে পাসওয়ার্ড নির্বাচনের সুযোগ দেয়া হবে।

 পাসওয়ার্ড ভুলে গেলে ভয় পাবার কিছু নেই। অ্যাকাউন্ট রিকোভার করা, পাসওয়ার্ড নতুন করে দেয়ার পদ্ধতি প্রায় সব ধরণের একাউন্টেই থাকে।