আগের যুগে মানুষ যোগাযোগ করার কাজে ব্যবহার করত চিঠি বা কবুতর। যোগাযোগে সময়ও লাগত প্রচুর। কিন্তু এখন মোবাইলের বাটন/স্ক্রিনে একটি চাপ দিয়েই যোগাযোগ করা সম্ভব হচ্ছে মুহুর্তের মধ্যেই। অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে এই যোগাযোগ প্রযুক্তিতে এসেছে আমূল পরিবর্তন। বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে বেশ বড় একটি জায়গা দখল করে নিয়েছে অনলাইন যোগাযোগ মাধ্যমগুলো। এগুলোর মধ্যে কয়েকটির সাথে আমরা সকলেই কম-বেশি পরিচিত। উদাহরণস্বরূপ – ফেইসবুক, হোয়াটস অ্যাপ, ইমো, ভাইবার ইত্যাদি। এসব মাধ্যমে যেমন দুইজন মানুষ কেবল নিজেদের মধ্যেই যোগাযোগ করতে পারেন ঠিক তেমনি একই সাথে কয়েকজন মিলে গ্রুপেও যোগাযোগ করা যায়।
সব কয়টি অনলাইন যোগাযোগ মাধ্যমেই গ্রুপ তৈরি করার প্রক্রিয়া প্রায় একই। ফেইসবুক মেসেঞ্জারে যোগাযোগের জন্য গ্রুপ খোলার ক্ষেত্রে আপনি নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করতে পারেন –
(১) গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে মেসেঞ্জার অ্যাপটি ইন্সটল করুন এবং মেসেঞ্জারের মাধ্যমে আপনার ফেইসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন।
(২) মেসেঞ্জারের হোমপেইজের উপরে ডান কোণে একটি ‘পেনসিল’ আইকন দেখতে পাবেন। সেটিতে ট্যাপ করুন।
(৩) নতুন পেইজ থেকে ‘ক্রিয়েট এ নিউ গ্রুপ’ অপশন নির্বাচন করুন।
(৪) এবার ‘অ্যাড পার্টিসিপেন্টস’ অপশন সামনে আসবে। আপনি যাদের নিয়ে গ্রুপটি গঠন করতে চান তাদের নাম নির্বাচন করুন। উল্লেখ্য যে, একটি গ্রুপ তৈরি করতে হলে আপনাকে ন্যূনতম ৩ জন সদস্য নির্বাচন করতে হবে। সদস্য নির্বাচন সম্পন্ন হলে উপরে ডান কোণায় ‘অ্যাড’ অপশন চাপুন।
(৫) পরবর্তী ধাপে আপনার নতুন তৈরিকৃত গ্রুপের নাম লিখুন।
(৬) সর্বশেষে ‘ক্রিয়েট’ অপশন ট্যাপ করুন।
মেসেঞ্জার গ্রুপ ব্যবহার করে খুব সহজেই একটি গ্রুপের সদস্যদের সাথে যোগাযোগ করা সম্ভব। কারণ এক্ষেত্রে সবাই একই সাথে একই সময়ে যুক্ত হতে পারে। নিচের ধাপগুলোর মাধ্যমে আপনি গ্রুপের সবার সাথে যোগাযোগ করতে পারেন -
(১) কাঙ্খিত গ্রুপের নাম ট্যাপ করে গ্রুপটি ওপেন করুন।
(২) টেক্সট বক্সে আপনার মেসেজ টাইপ করুন।
(৩) ছবি/ভিডিও/ভয়েস মেসেজ পাঠাতে চাইলে টেক্সট বক্সের পাশে ক্যামেরা/গ্যালারি/মাইক আইকন ব্যবহার করে প্রয়োজনীয় ছবি/ভিডিও/অডিও যুক্ত করুন ।
(৪) এরপর টেক্সট বক্সের ডান পাশে সেন্ড অপশন চেপে মেসেজটি পাঠিয়ে দিন। গ্রুপের সকল সদস্য আপনার মেসেজ দেখতে পাবেন এবং রিপ্লাই করতে পারবেন।
(৫) গ্রুপের সদস্যদের সাথে ভয়েস/ভিডিও কলের মাধ্যমে যুক্ত হতে চাইলে উপরে ডান কোণায় ফোন (ভয়েস কল) অথবা ভিডিও ক্যামেরা (ভিডিও কল) আইকন চাপুন। তাহলে সকল সদস্যদের কাছে আপনার কল চলে যাবে এবং সবাই একত্রে কলের মাধ্যমে যুক্ত হতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই ফোনের ইন্টারনেট কানেকশন সচল থাকতে হবে।