বাস্তবে কেনাবেচার জন্য আমরা বাজারে কিংবা দোকানে যাই। কিন্তু ঘরে বসেই এখন অনলাইনে কেনাবেচা করা যায় খুব অশ্বজে। বাংলাদেশে bikroy.com অনলাইনে কেনাবেচার জন্য একটি মাধ্যম। এটি ওয়েবসাইটের পাশাপাশি স্মার্টফোন অ্যাপের মাধ্যমেও ব্যবহার করা যায়। অ্যাপে প্রবেশ করার পর ভাষা হিসাবে বাংলা সিলেক্ট করুন। এরপর “একটি এড পোস্ট করুন” এবং “হয়ত পরে” এই দুইটি অপশন দেখা যাবে। প্রথম অপশনে ক্লিক করলে সেটি আপনাকে এড পোস্টের পূর্বে অ্যাকাউন্ট খুলে নিতে বলবে। “হয়ত পরে” এই অপশনটিতে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট না খুলেই ব্যবহার করতে পারবেন। কোনকিছু ক্রয় করার জন্য অ্যাকাউন্ট থাকা জরুরি না। অ্যাকাউন্ট ছাড়াই বিভিন্ন পণ্যের ব্যাপারে জানা যাবে এবং বিক্রেতার সাথে যোগাযোগের মোবাইল নাম্বার দেখা যাবে। তবে কোনকিছু বিক্রি করার জন্য পোস্ট করতে চাইলে অ্যাকাউন্ট অবশ্যই প্রয়োজন হবে।
অ্যাপ বা ওয়েবসাইটে অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট খুলার জন্য আপনাকে অ্যাপের “একটি এড পোস্ট করুন” এই অপশন অথবা পরবর্তীতে প্রোফাইল আইকন সিলেক্ট করে অ্যাকাউন্ট খুলতে হবে। ওয়েবসাইট থেকে বা অ্যাপ থেকে প্রোফাইল আইকনে ক্লিক করলে অ্যাকাউন্ট খোলার জন্য তিন ধরনের অপশন থাকবে।
১। Continue With Facebook যা ফেসবুকের প্রোফাইল থেকে তথ্য নিয়ে হবে। এখানে ক্লিক করলে আপনার মোবাইলে ফেসবুক অ্যাপ বা ব্রাউজারে ফেসবুক দেখাবে। যদি আগেই লগইন করা থাকে তাহলে আপনার ফেসবুক থেকে বিক্রয় ডট কমকে কিছু তথ্য যেমন- নাম, জন্ম তারিখ ইত্যাদি ব্যবহার করতে দেয়ার অনুমতি চাইবে। অনুমতি দিলে আপনার অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। ফেসবুক লগইন করা না থাকলে লগইন অপশন দেখাবে। সেখানে ফেসবুকে প্রথমে লগইন করে নিতে হবে। তারপর আপনার দেয়া পোস্ট দেখে ক্রেতারা কল দেয়ার জন্য একটি মোবাইল নাম্বার দিতে হবে। এখানে একাধিক মোবাইল নাম্বার ব্যবহার করা যাবে। নাম্বার দেয়ার পর সেই নাম্বারে একটি এসএমএস পাঠাবে ভ্যারিফিকেশন কোড দিয়ে। এই কোডটা নাম্বারের পাশে প্রবেশ করানোর জন্য একটি জায়গা থাকবে। কোডটি সেখানে দিলেই নাম্বারটি ভ্যারিফাইড হয়ে যাবে। প্রোফাইল ছবিতে ক্লিক করলে সেখানে আপনার পছন্দমত ছবি ব্যবহার করতে পারবেন।
২। Continue With Google যেখানে ক্লিক করলে আপনার গুগল অ্যাকাউন্ট থেকে তথ্য নিয়ে বিক্রয় ডট কমের প্রোফাইল তৈরি হবে। এখানেও ফেসবুকের মতই আপনাকে গুগলের অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং প্রোফাইলের কিছু তথ্য নেয়ার অনুমতি চাইবে। গুগল অ্যাকাউন্ট লগইন করা না থাকলে লগইন করার অপশন দেখাবে। সেখানে লগইন করে নিলেই আপনাকে অনুমতি দেয়ার ডায়ালগ বক্স দেখাবে। অনুমতি দিলেই আপনার বিক্রয় ডট কমের প্রোফাইল খুলবে। পূর্বের মতই ছবি এবং মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটি ভ্যারিফাই করে নিতে হবে এসএমএসের ভ্যারিফিকেশন কোড দিয়ে।
৩। Continue With Email নামে আরেকটি অপশন থাকবে। এখানে ক্লিক করলে লগইন পাসওয়ার্ড এবং ইমেইল চাইবে। তবে আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে নিচের দিক থেকে Sign Up এ ক্লিক করবেন। তারপর ইমেইল, নাম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার ইমেইলে একটি ভ্যারিফিকেশন মেইল পাঠাবে সেখান থেকে ক্লিক করে বা ভ্যারিফিকেশন কোড দিয়ে ইমেইলটি ভ্যারিফাই করে নিতে হবে।
কোনকিছু ক্রয় করা
বিক্রয় ডট কম থেকে কোনকিছু ক্রয় করতে চাইলে প্রথমেই সে ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করতে হবে। আপনার লোকেশন বা অবস্থান বাছাই করে নিন প্রথমেই। বিভাগীয় অঞ্চল থেকে জেলা পর্যায়ের বিভিন্ন অঞ্চল বাছাই করে সেই অঞ্চলের বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক পোস্টগুলো দেখা যাবে। সমগ্র বাংলাদেশ থেকেও বিভিন্ন পোস্ট দেখা যাবে। ক্যাটাগরি বাছাই করলে শুধু সেই নির্দিষ্ট ক্যাটাগরির পোস্টগুলো দেখাবে। যেমন Mobiles ক্যাটাগরি বাছাই করলে শুধু মোবাইল সংক্রান্ত পোস্টগুলো দেখা যাবে। প্রতিটি পোস্টে পণ্যের কিছু ছবি থাকে। একদম নতুন বা ব্যবহৃত পণ্য সবই এখানে পাওয়া যাবে। পণ্যের পাশাপাশি কিছু তথ্য থাকে সেটি সম্পর্কে। এসব তথ্য দেখে পছন্দ হলে সেখানে যোগাযোগের মোবাইল নাম্বার পাওয়া যাবে। এই নাম্বারে কল করে বিক্রেতার সাথে কথা বলে নিয়ে পণ্য ক্রয়ের ব্যাপারে পরবর্তী কথা বলা যায়। চ্যাট অপশনটি ব্যবহার করে সেখানে বিক্রেতার সাথে চ্যাটের মাধ্যমে কথা বলা যাবে। সেক্ষেত্রে আপনার বিক্রয় ডট কমের অ্যাকাউন্ট প্রয়োজন হবে।
কোনকিছু বিক্রি করা
পণ্য বিক্রি করতে চাইলে Post Your Ad এই অপশনে ক্লিক করতে হবে। সেখানে আপনার পণ্যের বিবরণ লিখে কিছু ছবি যুক্ত করে দিন। এতে ক্রেতাদের পণ্য সম্পর্কে ধারণা করা সহজ হবে। আপনার ভ্যারিফাই করা নাম্বারের পাশাপাশি আপনি চাইলে অন্যকোন নাম্বারও এখানে যুক্ত করে দিতে পারেন যোগাযোগের জন্য। আপনার চাহিদামত মূল্য ঠিক করে নিন। ব্যবহৃত পণ্যের ক্ষেত্রে মূল্য সবসময়ই ক্রয়মূল্যের চেয়ে কম হতে হবে। মূল্যের পাশে Negotiable ক্লিক করলে আপনার পণ্যের মূল্য কিছুটা কমাতে পারেন এমনটা ধারনা পাবেন ক্রেতারা। এরপর পোস্ট করলে সেটি বিক্রয় ডট কম কর্তৃপক্ষ যাচাই বাছাই করে এপ্রুভ করে পাবলিশ করলে এই ওয়েবসাইটের সকলেই সেটি দেখতে পারবে।