অনলাইন শিক্ষার জন্য ব্যবহৃত প্ল্যাটফর্ম (জুম ও গুগল মিট) পরিচিতি

মোবাইলে যেমন আমরা অন্যের সাথে কথা বলতে পারি তেমনি এখন ভিডিও কলের মাধ্যমে যার সাথে কথা বলি তাকে দেখাও যায়। তোমরা নিশ্চয় এসব বিষয় জানো এবং নিজেরাও ভিডিও কলে কথা বলেছ। আজকাল তো ভিডিও কলে ক্লাসও করা যায়। অনেক শিক্ষকই ক্লাস নিচ্ছেন, তোমরাও অনেকে ক্লাস করছ। অনলাইনে ক্লাস করার জন্য কিছু ভিডিও প্লাটফরম আছে, যেগুলো খুব কাজে লাগে। 

সরাসরি অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বহুল ব্যবহৃত অন্যতম দুইটি সফটওয়্যার/অ্যাপ হলো জুম ও গুগল মিট । বিশ্বব্যাপী প্রায় সর্বত্র অনলাইন শিক্ষা ও প্রশিক্ষণের জন্য এই দুইটি সফটওয়্যার/অ্যাপ খুবই জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মাধ্যম।

এখন আমরা এই অ্যাপ দুইটি সম্পর্কে জানবো।

জুম:  জুম হলো এমন এক ধরনের অ্যাপ; যে অ্যাপের মাধ্যমে তোমরা তোমাদের শিক্ষকদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হতে পারবে। অনেকটা ক্লাসে যেমন একজন শিক্ষক থাকেন আর তোমরা সবাই থাকো, এটাও তেমনি কিন্তু অনলাইনে। অর্থাৎ, তোমরা তোমাদের শিক্ষক এবং বন্ধুদের দেখতে পারবে, তাদের সাথে কথা-বার্তা বলতে পারবে এমনকি সরাসরি তাদের সাথে মেসেজের মাধ্যমেও তোমার সমস্যা আলোচনা করতে পারবে। এবং এই অ্যাপের মাধ্যমে শিক্ষক কোন কিছু দেখাতে চাইলে তাদের মোবাইল ফোন বা ল্যাপটপ/ডেস্কটপের স্ক্রিন তোমাদেরকে দেখাতে পারবেন, ঠিক একইভাবে তোমরাও তোমাদের শিক্ষকের অনুমতি নিয়ে কিছু দেখাতে চাইলে দেখাতে পারবে।  সাথে শেয়ার করতেও পারবেন ।

 

গুগল মিট: অনলাইনে সরাসরি আলোচনা বা ভিডিও কনফারেন্সের জন্য আদর্শ আরও  একটি অ্যাপ/সফটওয়্যার গুগল মিট। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনলাইনে বাসা থেকেই ক্লাস করা সম্ভব এই গুগল মিটের মাধ্যমে। জুম অ্যাপের  মত গুগল মিটেও ভিডিও কল, অডিও কল, লাইভ চ্যাট এবং স্ক্রিন  শেয়ার করা যায়। অন্য সব কমিউনিকেশন অ্যাপ বা যোগাযোগের জন্য যে অ্যাপ গুলো রয়েছে সেগুলোর মধ্যে গুগল মিট অ্যাপটি ব্যবহার করা বেশ সহজ। অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে গুগল মিট অ্যাপের মাধ্যমে ক্লাসে বা ভিডিও কনফারেন্সিং-এ অংশগ্রহণ করা সম্ভব।ইন্টারনেট সংযোগ ও ডিজিটাল ডিভাইস থাকলে যে কোন স্থান থেকেই গুগল মিটের মাধ্যমে খুব সহজেই তোমরা ক্লাসে বা মিটিং এ অংশগ্রহণ করতে পারবে। 

শিক্ষক-শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে এই অ্যাপগুলো তৈরি করা হয়েছে। এখানে আমরা খুবই সাধারণ কিছু ব্যবহারের কথা উল্লেখ করলাম। ধীরে ধীরে ব্যবহার করার মধ্য দিয়ে তোমরা এগুলোর অন্যান্য ব্যবহার সম্পর্কেও জানতে পারবে।