প্রযুক্তির সহজলভ্যতার কারণে বিভিন্ন অনলাইন মাধ্যমসমূহের ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে আমরা বেশিরভাগ সময় অনলাইনেই অতিবাহিত করছি। শিশু থেকে বয়স্ক, সবার ক্ষেত্রেই এটি প্রযোজ্য। কিছুটা অবসর সময় পেলেই আমরা অনলাইনে মশগুল হয়ে পড়ছি। কেউ হয়তো ইউটিউবে ভিডিও দেখছি, কেউ বা স্পটিফাইতে গান শুনছি, আবার কেউ অনলাইনে গেম খেলায় ব্যস্ত। এসব অনলাইন মাধ্যমসমুহের ব্যবহার মোটেই নিন্দনীয় কোন বিষয় নয়। কিন্তু এসব তখনই সমস্যা হয়ে দেখা দেয়, যখন আমরা অনলাইন মাধ্যমগুলো অতিরিক্ত ব্যবহার করতে করতে এসবের প্রতি আসক্ত হয়ে পড়ি। এই অনলাইন আসক্তি আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে এবং আমরা সম্মুখীন হতে পারি নানাবিধ ক্ষতি ও সমস্যার।
তাহলে এবার জেনে নেয়া যাক, অনলাইন আসক্তির ফলে কী কী ক্ষতি হতে পারে –
· দিনের অনেকটা সময় অনলাইনে অতিবাহিত করার ফলে পরিবারের অন্যান্য সদস্যের সাথে দূরত্ব তৈরি হয়। আবার পরিবারের সদস্যরা বার বার ইন্টারনেট ব্যবহার করতে নিষেধ করায় তাদের প্রতি অশ্রদ্ধা জন্মাতে পারে।
· অনলাইনে আসক্তির কারণে বিভিন্ন উৎসবে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে অনাগ্রহ চলে আসে। ফলে সমাজে সকলের সাথে মিলেমিশে থাকার প্রবণতা নষ্ট হয়ে যায়।
· বয়স অনুপযোগী কন্টেন্ট অথবা অশ্লীলতার প্রতি আসক্তি তৈরি হতে পারে।
· সাইবার বুলিংয়ের শিকার হওয়ার সমূহ সম্ভাবনা থাকে।
· বিভিন্ন প্রতারক বা সংঘবদ্ধ চক্রের ফাঁদে পড়ার ঝুঁকি থাকে।
· প্রতারণার মাধ্যমে বিশাল অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়াও ইন্টারনেট বিল বাবদ প্রচুর অর্থ খরচ হয়।
বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে বিভিন্ন প্রয়োজনে আমরা অনলাইনে কাজ করে থাকি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, অনলাইনে আমাদের এতো বেশি সময় দেওয়া উচিৎ নয়। বরং অনলাইনের জগত থেকে বের হয়ে এসে আমাদের বাস্তব জীবনে আরো বেশি মনোযোগী হওয়া আবশ্যক।