মুক্তপাঠ

অনলাইনে কোর্স করার ক্ষেত্রে ভাষা একটি বড় সমস্যা ছিল বাংলাদেশের সাধারণ জনগনের জন্য। সময়ের সাথে সাথে অনলাইন কোর্সের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসে বাংলা ভাষাতে ই-লার্নিং কোর্সের ব্যবস্থা করতে। বাংলাদেশ সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের তত্বাবধায়নে পরিচালিত এরকম একটি উদ্যোগ ‘মুক্তপাঠ’।

 যে কোন শিক্ষা, চাকরি, বিদেশগামী কর্মী, কৃষি, গবাদি পশু লালন-পালন বা নতুন কোন উদ্যোগ গ্রহণের জন্য জ্ঞান ও দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই। এই দক্ষতা উন্নয়নের জন্য সহায়ক হিসাবে কাজ করে মুক্তপাঠ। এ ছাড়াও কারিগরি জ্ঞান অর্জন, শিক্ষক প্রশিক্ষণ, কম্পিউটার প্রযুক্তির ব্যবহার, রোগ প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয়ের প্রাথমিক জ্ঞান পাওয়া যাবে মুক্তপাঠের মাধ্যমে।

মুক্তপাঠে রেজিস্ট্রেশনের মাধ্যমে কোর্সে অংশগ্রহণ করতে হয় এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীকে অনলাইন সার্টিফিকেট প্রদান করা হয়।

যেকোন বয়সের নাগরিক বিভিন্ন বিষয়ে নিজের দক্ষতা সম্পর্কে জানার জন্য বা দক্ষতার উন্নয়ন করার জন্য মুক্তপাঠের কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। কোর্সগুলো সহজ ও সাবলীল বাংলা ভাষাতে হওয়ার কারণে সকলের জন্যই তা বোধগম্য। এই কোর্সগুলো সম্পূর্ণ ফ্রি এবং কোর্স শেষে যে সার্টিফিকেট পাওয়া যাবে তা সিভিতে যুক্ত করলে সংশ্লিষ্ট চাকুরী প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে।

 মুক্তপাঠ থেকে কোর্স করার জন্য https://www.muktopaath.gov.bd/ এই ওয়েব সাইটের রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে সেখানে নাম, পেশা, জন্ম তারিখ, জেন্ডার, ইমেইল আইডি, মোবাইল নম্বর প্রদান করতে হবে। সবশেষে পাসওয়ার্ড সেট করতে হবে। মোবইল নম্বর বা ইমেইল আই ডি তে একটি ভেরিফিকেশন কোড আসবে। সেই কোড নির্দিষ্ট স্থানে প্রদান করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।    

সফলভাবে রেজিষ্ট্রেশন করার পর মুক্তপাঠে কোর্স করতে পারেবে। মুক্তপাঠের ওয়েব সাইটে গিয়ে ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। এরপর তোমার পছন্দমত কোর্স নির্বাচন করে শুরু হবে মুক্তপাঠের সাথে পথচলা। একটি কোর্স সম্পূর্ণভাবে সম্পন্ন করার পর আরেকটি কোর্স শুরু করা যাবে।