মোবাইল ফোনে কোন ধরণের অ্যাপ ইন্সটল করছেন সে ব্যাপারে সতর্ক থাকা খুবই জরুরি। কারণ আপনি নিশ্চয়ই চাননা আপনার ফোনে ম্যালওয়ার (ভাইরাস) আক্রমণ করুক? মোবাইল ফোনে আমাদের অনেক ব্যক্তিগত তথ্য থাকে যার জন্য এই ডিভাইসের নিরাপত্তার দিক বিবেচনা করে কাজ করাটা খুবই জরুরি। অন্যথায় এসব তথ্য অনিরাপদ হয়ে যাবে।
১। ডাউনলোড করার পর ভাইরাস স্ক্যান করুন
অপরিচিত বা সন্দেহজনক অ্যাপ ইন্সটল করার পর ফুল ভাইরাস স্ক্যান করবেন। যদি কোন সমস্যা পাওয়া যায় তাহলে খুব বেশি ক্ষতি করার আগেই সেগুলোকে ডিলিট করে দিতে পারবেন।
২। আপডেটেড অপারেটিং সিস্টেম ব্যবহার করুন
আপডেটেড অপারেটিং সিস্টেম ব্যবহার করা উচিত। কারণ সেক্ষেত্রে নতুন ভাইরাস শনাক্তের ব্যবস্থা থাকে। কিন্তু পুরনো অপারেটিং সিস্টেম বা আপডেটেড ভার্সন ব্যবহার না করলে নতুন কোন ভাইরাসকে শনাক্ত করা ও অপসারণ করা অনেক সময় সম্ভব হয় না।
৩। শুধুমাত্র পরিচিত স্টোর থেকে অ্যাপ ইন্সটল করুন
গুগল প্লে স্টোরের “untrusted sources” অপশনে ক্লিক করবেন না। সব সময়ই গুগল প্লে স্টোর, অ্যাপলের অ্যাপ স্টোর এবং মাইক্রোসফট স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন। থার্ড পার্টি থেকে বা অন্য কোন অপরিচিত ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। যে অ্যাপই ডাউনলোড করুন না কেন কী ডাউনলোড করছেন সে সম্পর্কে সচেতন থাকুন। এবং যেসব অ্যাপ খুবই কম ডাউনলোড হয়েছে বা রিভিউ খুব খারাপ সেসব অ্যাপ ডাউনলোড করার উচিত নয় বা ডাউনলোড করলে অধিক সতর্কতা অবলম্বন করা উচিত।।
৪। ফোনের কোন কোন বিষয়ে অ্যাপ পারমিশন চাচ্ছে সেদিকে লক্ষ্য করুন
একটি অ্যাপ ইন্সটল করলে সেসব অ্যাপ এর কাজের সুবিধার জন্য ফোনের কিছু বিষয়ে প্রবেশের অনুমতি চায় যেমন ডিভাইসের লোকেশন, ক্যামেরা, ফোনবুক, গ্যালারি ইত্যাদি। সেসব বিষয় ঠিকঠাক জেনে বুঝে অনুমতি দিন। অনেক অ্যাপ এদের কাজের প্রয়োজনের বাইরের কোন বিষয়ে প্রবেশের অনুমতি চাইতে পারে। এসব অ্যাপের ব্যাপারে সতর্ক থাকুন। কোন অ্যাপ এ ধরণের বাড়তি অনুমোদন চাইলে একে বাদ দিয়ে একই কাজ করার জন্য অন্য কোন বিশ্বাসযোগ্য অ্যাপ ডাউনলোড করুন। অনলাইনে একই কাজ করার জন্য অনেক অনেক অ্যাপ আছে, শুধু একটি অ্যাপের উপর নির্ভর করে থাকার কোন প্রয়োজন হয় না।
৫। আপডেটেড অ্যাপ ইন্সটল করুন
অ্যাপ ইন্সটল করার সময় আপডেটেড অ্যাপ ইন্সটল করুন। আপডেটেড অ্যাপ আগের থেকে কিছু নতুন সেটিংস দেয়া থাকে বা সুবিধা থাকে। অনেক সময় কিছু নিরাপত্তা ত্রুটি দূর করার জন্যে অ্যাপ অ্যাপডেট করা হয়। সেজন্য চেষ্টা করবেন আপডেটেড অ্যাপ ইন্সটল করতে। যদি ডাউনলোড করার পর দেখেন যে এই অ্যাপ আপডেট চাচ্ছে তাহলে সাথে সাথে আপডেট দিয়ে নিন।
৬। ডাউনলোড করার আগে প্লে স্টোরে সেই অ্যাপ সম্পর্কে বিস্তারিত এবং ব্যবহারকারীর মতামত(রিভিউ) পড়ে নিন
যেকোনো অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোডের আগে সেই অ্যাপ কী কাজে লাগে, এর মাধ্যমে কাজ করতে গেলে কী কী পদ্ধতি ব্যবহার করতে হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া থাকে। এসব তথ্য ভালো করে পড়ে, জেনে-বুঝে ডাউনলোড করুন। বিশেষ অ্যাপের রিভিউ সেকশন থেকে অ্যাপটি ব্যবহারের কিছু অসুবিধা সম্পর্কে জানতে পারবেন। এসব রিভিউ একটি অ্যাপ সম্পর্কে ধারণা করার জন্য খুবই জরুরি।