মোবাইল ফোনের বেসিক ব্যবহার পদ্ধতি

দৈনন্দিন জীবনে আমাদের কাজের জটিলতা বৃদ্ধির সাথে মোবাইল ফোন ব্যবহারও বৃদ্ধি পাচ্ছে। তবে বিভিন্ন ধরনের মোবাইল ফোনের ফিচার ভিন্ন ভিন্ন। একেক জন তাদের প্রয়োজন ও সামর্থ অনুযায়ী একেক রকম ফোন ব্যবহার করে থাকে। যেমন- আমরা কেউ স্মার্ট ফোন ব্যবহার করছি; আবার কেউ ফিচার ফোন ব্যবহার করছি। কিন্তু আমরা কি সবাই আমাদের ফোনটি সঠিকভাবে ব্যবহার করতে পারছি?

সঠিক উপায়ে মোবাইল ফোন ব্যবহারের জন্য ফোনের অপারেটিং সিস্টেমস সম্পর্কে ধারণা রাখা উচিৎ যাতে করে আমরা নিজেও সঠিক ভাবে ব্যবহার করতে পারি এবং প্রয়োজনে অন্যদেরও সহায়তা করতে পারি।

স্মার্ট ফোনের বেসিক ব্যবহার পদ্ধতি

১) মোবাইল ফোনের অন্যতম একটি কাজ হলো- একজন আরেকজনের সাথে কথা বলা। স্মার্ট ফোনের মাধ্যমে কাউকে কল করার জন্য প্রথমে আমাদের স্মার্ট ফোনের “ফোন আইকন” খুঁজে বের করে সেখানে প্রবেশ করতে হবে। এবার আপনার সামনে ডায়াল প্যাড চলে আসবে; সেখানে আপনি যাকে ফোন দিতে চান তার নাম্বারটি লিখে কল করার আইকনটিতে ক্লিক করলে তার কাছে ফোন চলে যাবে। আবার, নাম্বারটি যদি আপনার ফোনে সেইভ করা থাকে তাহলে আপনার ফোনের Contact অপশনে গিয়ে তার নাম সার্চ (Search) করে লিখে কল করার আইকনটিতে ক্লিক করলে আপনি তাকে কল বা ফোন করতে পারবেন।

২) “কল দেওয়া”-এর পরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো বার্তা পাঠানো বা এসএমএস করা । এই কাজটির জন্য আপনার ফোনের ডায়লগ বক্সের মতন আইকনটিতে প্রবেশ করতে হবে। সেখানে যেয়ে আপনার ফোনের ধরন অনুযায়ী দুই ধরনের অপশন পেতে পারেন। (+) চিহ্ন দেওয়া একটি অপশন আসতে পারে; আবার “New Message” লেখা একটি অপশন আসতে পারে। আপনার ফোনে যেই অপশনটি আসবে সেই অপশনে ক্লিক করলে আপনার সামনে বার্তা লেখার জন্য একটি বক্স চলে আসবে। এই বক্সে প্রবেশ করলেই কীবোর্ড ব্যবহার করে আপনি আপনার বার্তাটি লিখে ফেলতে পারবেন। উপরের দিকে একটি অপশন থাকবে To/Recipient লেখা, সেখানে আপনি যাকে বার্তাটি পাঠাতে চান তার নাম্বারটি লিখবেন; যদি নাম্বার সেইভ করা থাকে তাহলে যেই নামে সেইভ করা আছে সেই নামটি লিখে সেন্ড বাটন/সেন্ড আইকনে ক্লিক করলে মেসেজ বা বার্তাটি চলে যাবে।

৩) স্মার্টফোন ব্যবহারের অন্যতম একটি প্রয়োজনীয় দিক হলো ইন্টারনেট ব্যবহার করা। এর জন্য আপনাকে প্রথমে ডাটা প্যাক কিনে রাখতে হবে। তারপর আপনার ফোনের ডাটা কানেকশন অন করতে হবে। আপনি ডাটা কানেকশন-(Data Connection) অপশনটি ফোনের নোটিফিকেশন বারে পেয়ে যেতে পারেন অথবা মোবাইল ফোনের সেটিংসে গিয়ে Mobile Network অপশনে ক্লিক করে সেখানে থেকে Mobile Data অন করে নিতে পারবেন। আর যদি ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে ফোনের নোটিফিকেশন বারে যেয়ে ওয়াইফাই অন করে নিতে পারেন অথবা মোবাইল ফোনের সেটিংসে গিয়ে Wi-Fi অপশনে ক্লিক করে Wi-Fi অন করে Available Network থেকে আপনার পরিচিত Network-এ পাসওয়ার্ড দিয়ে Connect করে নিতে পারবেন। এভাবে আপনি আপনার ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

৪) স্মার্ট ফোনের একটি অন্যতম ফিচার হলো এই ডিভাইসগুলোর মাধ্যমে ছবি তোলা বা ভিডিও বানানো যায়। এর জন্য আপনার ফোনের ক্যামেরা আইকনটিতে প্রবেশ করলে দেখবেন আপনার ফোনের ক্যামেরা অন হয়ে গেছে এবং আপনি স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। এখন আপনি যেই জিনিসের বা যার ছবি তুলতে চান সেইদিকে ক্যামেরাটি রেখে স্ক্রিনের গোল বাটনে বা ক্যামেরা বাটনে ক্লিক করলে দেখবেন আপনার ছবিটি Galary-তে সেইভ হয়ে গেছে। আর ভিডিও করার জন্যও ক্যামেরা আইকনে ক্লিক করে পরে ভিডিও অপশনটিতে প্রবেশ করে ক্লিক করলেই ভিডিও করা শুরু হয়ে যাবে; আবার  ক্লিক করলে ভিডিও বন্ধ হয়ে যাবে।

 

৫) স্মার্ট ফোনে আমরা আমাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন রকম অ্যাপ ব্যবহার করতে পারি। এজন্য আমাদের ফোনের সাথে ইন্টারনেট সংযুক্ত করে প্লেস্টোরে গিয়ে অ্যাপটির নাম লিখে সার্চ করলেই অ্যাপটি আপনার সামনে চলে আসবে এবং আপনি সেখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন।

 

এছাড়াও আপনার স্মার্টফোনে আরও কিছু ফিচার থাকবে (যেমন – ক্যালকুলেটর, ওয়েদার, এলার্ম, কম্পাস, রেকর্ডার); যেগুলোতে প্রবেশ করে আপনি বিভিন্ন দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজগুলো সহজে সেরে ফেলতে পারবেন।     

 

ফিচার ফোনের বেসিক পরিচালন পদ্ধত্তি

১) ফিচার ফোনের মাধ্যমে কল করার জন্য আপনি যে নাম্বারে কল করতে চান সেই নাম্বারগুলো বাটন ক্রমান্বয়ে চাপতে থাকলে সেগুলো আপনার সামনের স্ক্রিনে চলে আসবে। নাম্বারটি মিলিয়ে নিয়ে কীপ্যাডের বামদিকের সবুজ রঙয়ের কল করার আইকন দেওয়া বাটনটি চাপ দিলে কল চলে যাবে; আবার কথা শেষে ডান দিকের লাল রঙয়ের কল করার আইকন দেওয়া বাটনটি চাপ দিলে কলটি কেটে যাবে। আপনার ফোনে নাম্বারটি সেইভ করা থাকলে ফোনের উপরের দিকের মাঝখানের বাটনটি চাপ দিলে Menu অপশনে চলে যাবেন; সেখান থেকে Contact অপশনটিতে যেয়ে নামটি খুঁজে নিয়ে সিলেক্ট করে সবুজ রঙয়ের কল করার আইকন দেওয়া বাটনটি চাপ দিলে নাম্বারে কল চলে যাবে।

 

২) ফিচার ফোনের মাধ্যমে বার্তা পাঠানোর জন্য  ফোনের উপরের দিকের মাঝখানের বাটনটি চাপ দিলে Menu অপশনে প্রবেশ করে সেখানে Message -এ প্রবেশ করবেন। সেখান থেকে “New Message” লেখা একটি অপশন দেখতে পাবেন, সেখানে প্রবেশ করলে আপনার সামনে বার্তা লেখার জন্য একটি বক্স চলে আসবে এই বক্সে প্রবেশ করে কীপ্যাড ব্যবহার করে আপনি আপনার বার্তাটি লিখে ফেলতে পারবেন। উপরের দিকে একটি অপশন থাকবে “To” লেখা, সেখানে আপনি যাকে বার্তাটি পাঠাতে চান তার নাম্বারটি লিখবেন; যদি নাম্বার সেইভ করা থাকে তাহলে যেই নামে সেইভ করা আছে সেই নামটি লিখে ফোনের উপরের দিকের মাঝখানের বাটনটি চাপ দিলে মেসেজ বা বার্তাটি চলে যাবে। তবে ফোনের ধরন অনুযায়ী এই ধাপগুলোর মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে।

এছাড়াও আপনার ফিচার ফোনের ধরন অনুযায়ী টর্চ লাইট, এফএম রেডিও, অ্যালার্ম সহ আরও কিছু কাজ করা যেতে পারে ।