মূলত কিশোর-কিশোরীদের জন্য উপযোগী ওয়েব সাইট কিশোর বাতায়ন। কিশোর কিশোরীরা দেশের যে কোন প্রান্ত থেকে http://konnect.edu.bd/ এই ওয়েব সাইটে প্রবেশ করে অ্যাকাডেমিক পাঠ, জীবন দক্ষতা অর্জন, প্রিয় লেখকের বই পড়ার সুযোগ, অ্যাকাডেমিক অ্যাসাইনমেন্ট সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবে।
বাংলাদেশ সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন এর একটি উদ্যোগ কিশোর বাতায়ন প্ল্যাটফর্মটি। ২০১৮ সালে এই উদ্যোগটির যাত্রা শুরু হয়। কিশোর বাতায়ন ব্যবহারের জন্য ওয়েব সাইটে প্রবেশের পর হোম পেইজের উপরের দিকে “খবরদার” “ আইডিয়া বক্স” ও “লগ ইন” নামে তিনটি মেনু পাওয়া যাবে। খবরদারে ক্লিক করলে কিশোর কিশোরীরা যে সকল ছবি বা লেখা আপলোড করেছে সেগুলো দেখা যাবে। আইডিয়া বক্সে তাদের তাদের শেয়ার করা বিভিন্ন আইডিয়া সম্পর্কে জানা যাবে। আর লগইন সেকশনে গিয়ে নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি সহ বিভিন্ন তথ্য দিয়ে লগইন করা যাবে।
ওয়েব সাইটটির সবথেকে আকর্ষণীয় দিক হলো এর হোম পেইজের মূল সেকশনটি। সবুজ মাঠের ভিতরে কার্টুন আকা একটি ছেলে বসে বই পড়ছে। একটি মেয়ে আতসী কাচ দিয়ে কিছু খুঁজছে, আরেকটি মেয়ে পেন্সিল দিয়ে আকছে ইত্যাদি। এগুলো পেইজের মেনু। প্রথমেই হাতের ছাপ দিয়ে সবুজ গাছের আদলে তৈরী মেনুতে লেখা আছে জীবন দক্ষতা। সেখানে ক্লিক করলে জীবন সম্পর্কে অনেক কিছু জানা যাবে। কিশোর কিশোরীদের বয়সন্ধিকালীন বিষয়, ডিজিটাল নিরাপত্তা, ক্যারিয়ার, জেন্ডার ভাবনা, করোনা ও ডেঙ্গু মোকাবেলা, স্বাস্থ্য কথা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু ইত্যাদি তথ্য আছে এখানে। এসকল তথ্য দেখার জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করতে হবে। সংশ্লিষ্ট ইউটিউব ভিডিও লিংক পাওয়া যাবে এখান থেকে।
হোম পেইজে বই লেখা আইকনে ক্লিক করলে বিখ্যাত লেখকদের বই এর তালিকা পাওয়া্ যাবে। কিশোর কিশোরীদের উপযোগী এই বইগুলো পড়তে লগ ইন করার প্রয়োজন নেই। পিডিএফ আকারে থাকা এই বইগুলো ডাইনলোড করে পড়া যাবে যেখানে ইচ্ছা সেখানে থেকে।
আমার স্কুল এই মেনুটি মূলত অ্যাকাডেমিক পাঠের জন্য। মেনুতে প্রবেশ করে তোমার শ্রেণী, বিষয়, অধ্যায় ঠিক করে দিয়ে সার্চ দিলে সেই অধ্যায়ের ভিডিও লেকচার পাওয়া যাবে। দেশের বিখ্যাত স্কুলের শিক্ষকগণ এই ভিডিও লেকচারগুলো তৈরি করেছেন। একই অধ্যায়ের উপর একাধিক লেকচার পাওয়া যাবে এবং একটা লেকচার একাধিকবার দেখা যাবে। ভিডিও ক্লাশগুলো দেখার জন্য লগইন করার প্রয়োজন নেই, কিন্তু কোথাও বুঝতে অসুবিধা হলে লগইন করে মন্তব্য করা যাবে এবং সে অনুযায়ী শিক্ষকের জবাবও পাওয়া যাবে। কিশোর বাতায়ন ওয়েবসাইটটির সবথেকে প্রয়োজনীয় মেনু এই অংশটি। দেশের যে কোন প্রান্তের যেকোন ছাত্রছাত্রী এই ওয়েব সাইটের মাধ্যমে স্বনামধন্য শিক্ষকের ক্লাশ দেখার সুযোগ পাচ্ছে যা তাদের অ্যাকাডেমিক পাঠের জন্য খুবই উপকারী।
এগুলো ছাড়াও পেইজে কমিকস নামে একটি সেকশন আছে যেখান থেকে কিশোর কিশোরীরা মজার মজার বিভিন্ন কমিকস পড়তে পারবে। এছাড়া আপলোড নামে একটি সেকশন আছে যেখানে লগইন করার পর বিভিন্ন সৃজনশীল কাজের ছবি, ভিডিও, লেখা আপলোড করা যাবে।। ওয়েবসাইটের একদম নীচে যোগাযোগ নামে একটি মেনু আছে যেখান থেকে ওয়েবসাইট কতৃপক্ষের সাথে যোগাযোগের ঠিকানা পাওয়া যাবে।
কিশোর বাতায়ন থেকে যে যে সুবিধা পাওয়া যায়:
# যেকোন স্থান থেকে যেকোন সময় ক্লাশের ভিডিও দেখা যাবে।
# ক্লাশ, বিষয় ও অধ্যায় অনুযায়ী সার্চ দিয়ে সে অনুযায়ী লেকচার দেখার সুযোগ
# একাধিকবার ক্লাশ দেখার সুযোগ
# যে কোন ক্লাশের বই পিডিএফ আকারে ডাউনলোড করে পড়ার সুযোগ
# পছন্দের লেখকের বই ডাউনলোড করে পড়ার সুযোগ
# মজার মজার কমিকস পড়ার সুযোগ
# সৃজনশীল কাজ আপলোডের মাধ্যমে সারা দেশের কিশোর-কিশোরীদের জানানোর সুযোগ
# জীবন সম্পর্কিত বিভিন্ন দক্ষতার জ্ঞান অর্জন।