খান একাডেমি বাংলা

যে কোন স্থানে যে কারো কাছে বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০০৬ সালে খান একাডেমির ওয়েব সাইটের যাত্রা শুরু হয়। সে সময় ওয়েব সাইটের কন্টেন্ট ছিল ইংরেজীতে। ২০১৬ সালে বাংলা ভাষায় খান একাডেমির যাত্রা শুরু হয়। মূলত গণিত এবং কম্পিউটার শিক্ষা এই দুইটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে খান একাডেমির বিষয়বস্তু তৈরী করা হয়েছে। https://bn.khanacademy.org/ ওয়েব সাইটে প্রবেশ করে প্রয়োজন অনুযায়ী জ্ঞান অর্জন করা যাবে।

 খান একাডেমি বাংলা ওয়েব সাইট থেকে যে যে সুবিধা পাওয়া যাবে:

 # দেশী এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ দ্বারা খান অ্যাকাডেমির কন্টেন্ট তৈরী করা হয়।

# জি মেইল বা ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই এই ওয়েব সাইটের সব কন্টেন্ট দেখা যায়। আলাদা করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।

# ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত অধ্যায় অনুযায়ী গণিতের সকল সমস্যার সমাধান।

# ইউটিউব ভিডিওর মাধ্যমে অধ্যায় অনুযায়ী ক্লাশ সাজানো হয়েছে। প্রতিটি ভিডিও যতবার ইচ্ছা ততবার দেখার সুযোগ আছে।

# প্রতিটি অধ্যায়ে আলাদা আলাদা অনুশীলন এর মাধ্যমে মূল্যায়ন এর ব্যবস্থা আছে। মূল্যয়নের মাধ্যমে শিশু কিশোরেরা বুঝতে পারবে নির্দিষ্ট অধ্যায়ের উপর তার দক্ষতা কতখানি।

# সরকারি পাঠ্য পুস্তকের বাইরেও শ্রেণী অনুযায়ি শিশু কিশোরদের উপযোগী করে গণিতের বিভিন্ন বিষয়ের ভিডিও আছে।

# কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার বিজ্ঞান সম্পর্কিত সাধারণ জ্ঞান অর্জনের ব্যবস্থা।

# বাংলা ভাষা বাদেও পৃথিবীর বিভিন্ন ভাষায় জ্ঞান অর্জনের সুযোগ আছে এখানে।

# শিক্ষিত তরুণদের ইন্টার্নশীপের ব্যবস্থা আছে খান একাডেমিতে।

# খান একাডেমির মাধ্যমে জ্ঞান অর্জনের জন্য কোন টাকা খরচ করতে হবে না।

# কেউ যদি খান একাডেমির কার্যক্রমকে গতিশীল করার জন্য অনুদান হিসাবে অর্থ প্রদান করতে চায়, সে ব্যবস্থা রাখা আছে।

# সঠিক, সুন্দর এবং বোধগম্য করে কিভাবে শিশু কিশোরদের পাঠ দেওয়া যায় সেজন্য শিক্ষকদের উপযোগী কন্টেন্ট ও নির্দেশনা আছে খান একাডেমিতে।

 সালমান আমিন খান এর উদ্যোগে খান একাডেমির যাত্রা শুরু হয়েছিল আমেরিকাতে। কিছুদিনের মধ্যেই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেকেই যুক্ত হন এই প্রকল্পের সাথে। বাংলাদেশেী শিক্ষার্থীরাও এই ওয়েব সাইটের মাধ্যমে দেশী এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ দ্বারা তৈরী কন্টেন্ট এর মাধ্যমে জ্ঞান অর্জন করে জাতির জন্য অবদান রাখার সুযোগ পাচ্ছে।