কী ওয়ার্ড ব্যবহার করে কার্যকরভাবে তথ্য অনুসন্ধান পদ্ধতি

বিভিন্ন তথ্য খোঁজার কাজে আমরা বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে থাকি।

ইন্টারনেট ব্যবহার করে যেকোনো সময়েই নিকটবর্তী বাজার, হাসপাতাল, ব্যাংক ইত্যাদির ঠিকানা জেনে নেওয়া যায়। মনে করো, তুমি বাবার সাথে সকালে স্কুল যাওয়ার জন্য বের হয়েছো। কোন রাস্তা ধরে স্কুলে গেলে ট্র্যাফিক জ্যাম কম হবে তা ইন্টারনেট ব্যবহার করে জেনে নিতে পারবে। কিংবা তোমার কাছাকাছি কোথায় স্টেশনারি দোকান বা রেস্টুরেন্ট আছে তা তুমি গুগলের সাহায্যে সহজেই জেনে নিতে পারো। এরকম হাজারো তথ্য জানতে ইন্টারনেট ব্যবহার করতে পারো। তবে মনে রাখতে হবে যে, ইন্টারনেট হলো তথ্যের সমুদ্র। এই বিশাল তথ্যের সমুদ্র থেকে কোনো নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে তোমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে, নাহলে অপ্রয়োজনীয় তথ্যের ভীড়ে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়াই মুশকিল হয়ে পড়বে। এক্ষেত্রে যেসব কৌশল ব্যবহার করতে পারো-

 ১. উদ্ধৃতি চিহ্ন ব্যবহার:

চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রাসেল একটি রচনা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। রচনার বিষয়বস্তু ‘বাংলাদেশের নদী’। রচনাটি লিখতে রাসেলের বাংলাদেশের নদী সম্পর্কে তথ্য প্রয়োজন। এই তথ্য সংগ্রহের উদ্দেশ্যে রাসেল গুগলে বাংলাদেশের নদী  লিখে সার্চ দিলো। ফলে বিভিন্ন ওয়েব সাইট ও ব্লগে ”বাংলাদেশ” সম্পর্কিত এবং “নদী”  সম্পর্কিত যত তথ্য আছে তা গুগল প্রদর্শন করলো। অর্থাৎ, বাংলাদেশের খেলাধুলা, বাংলাদেশের রাস্তাঘাট, বাংলাদেশের রাজনীতি এসব তথ্যও যেমন গুগল প্রদর্শন করলো তেমনি ভারত, শ্রীলংকা, নেপাল ইত্যাদি দেশের নদী সম্পর্কিত তথ্যও গুগল প্রদর্শন করলো। কিন্তু, রাসেলের কেবলমাত্র বাংলাদেশের নদী সম্পর্কিত তথ্য-ই প্রয়োজন।

তোমরা কী জানো রাসেল কিভাবে অনুসন্ধান করলে শুধুমাত্র বাংলাদেশের নদী সম্পর্কিত তথ্য সম্পর্কে জানতে পারবে?

শুধুমাত্র বাংলাদেশের নদী সম্পর্কে যথাযথ অনুসন্ধানের জন্য রাসেল যদি শব্দ দুইটিকে (”  “) জোড় উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করে (“বাংলাদেশের নদী”এভাবে) অনুসন্ধান করে তাহলে, গুগল কেবল মাত্র বাংলাদেশের নদী সম্পর্কিত তথ্যগুলোই প্রদর্শন করবে। ফলে বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট নয় এমনঅসংখ্য তথ্যের ভীড়ে রাসেলকে বিভ্রান্ত হতে হবে না।

 ২. নির্দিষ্ট ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার:

আবার ধরো, রাসেল বাংলাদেশের সকল নদীর নাম সম্পর্কে শুধুমাত্র ‘উইকিপিডিয়া’ নামক ওয়েবসাইটের তথ্যগুলি জানতে চায়। কিন্তু, শুধুমাত্র জোড় উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করে ‘বাংলাদেশের নদীর তালিকা’ লিখে অনুসন্ধান করায় উইকিপিডিয়াসহ আরো বিভিন্ন ওয়েবসাইটের ‘বাংলাদেশের নদীর তালিকা’ সম্পর্কিত তথ্য গুগল পরিবেশন করলো।

এক্ষেত্রে, শুধুমাত্র উইকিপিডিয়াতে বিদ্যমান ‘বাংলাদেশের নদীর তালিকা’ সম্পর্কিত তথ্য জানতে রাসেলকে কী করতে হবে জানো?

রাসেল যদি  ‘মূল বিষয়বস্তুর পাশাপাশি ওয়েব সাইটের ঠিকানা’  লিখে অনুসন্ধান করে, অর্থাৎ, শুধুমাত্র উইকিপিডিয়াতে বিদ্যমান ‘বাংলাদেশের নদীর তালিকা’ সম্পর্কিত তথ্য জানতে রাসেল যদি গুগলে ‘বাংলাদেশের নদীর তালিকা’ site:wikipedia.org এভাবে লিখে অনুসন্ধান করে তবে গুগল কাঙ্ক্ষিত ফলাফল প্রদর্শন করবে।

৩. নির্দিষ্ট ফরম্যাটের ফাইল

গুগলে কেবল ওয়েবপেজ বা তথ্যই নয়, তুমি চাইলে নির্দিষ্ট ফরম্যাটের ফাইলও গুগলে খুঁজতে পারবে। তবে ফাইলটিকে অবশ্যই কোনো ওয়েবসাইটে যুক্ত থাকতে হবে।

মনে করো, একজন শিক্ষক পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বইটিকে পিডিএফ আকারে ডাউনলোড করতে চায় যেন তাঁর শিক্ষার্থীরা সেটিকে ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলে পড়তে পারে। ফাইলটি ডাউনলোড করার উদ্দেশ্যে তাকে ক্ষেত্রে ”পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান filetype: pdf” লিখে সার্চ করতে হবে। তাহলে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান সম্পর্কিত সকল পিডিএফ ফাইল গুগল তাঁর সামনে প্রদর্শন করবে।

 ৪. একই নামে একাধিক ধরনের তথ্য থাকলে

বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তিনি সাহিত্যকর্মের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন এবং অনেকগুলো চলচ্চিত্রও নির্মান করেছেন।

রুনা হুমায়ূন আহমেদের বই পড়তে প্রচন্ড ভালোবাসে। হুমায়ূন আহমেদ এবং তার লেখা বই সম্পর্কে তথ্য জানতে সে একদিন গুগলে হুমায়ুন আহমেদ সম্পর্কে অনুসন্ধান করলো। অনুসন্ধানের ফলাফল হিসেবে গুগল হুমায়ুন আহমেদের লেখা কিছু বইয়ের পাশাপাশি তাঁর নির্মাণ করা চলচ্চিত্র, নাটক ইত্যাদি সম্পর্কেও অনেক তথ্য প্রদর্শন করলো। কিন্তু, রুনার প্রয়োজন কেবলমাত্র হুমায়ুন আহমেদ কর্তৃক লিখিত বই সংক্রান্ত তথ্য। তাঁর নির্মিত চলচ্চিত্র,নাটক ইত্যাদি সম্পর্কিত তথ্যের কোন প্রয়োজন রুনার নেই । তুমি কি জানো কীভাবে অনুসন্ধান করলে রুনা শুধুমাত্র হুমায়ুন আহমেদের বই সম্পর্কিত তথ্য পেতে পারে?

রুনা যদি গুগলের অনুসন্ধান বক্সে ‘হুমায়ুন আহমেদ’ লিখে book-এর আগে একটা যোগ চিহ্ন এবং movie-এর আগে একটা বিয়োগ চিহ্ন বসিয়ে অনুসন্ধান করে, অর্থাৎ, ‘হুমায়ূন আহমেদ +book -movie’ এভাবে লিখে অনুসন্ধান করে তাহলে গুগল তাকে শুধুমাত্র কাঙ্ক্ষিত ফলাফল প্রদর্শন করবে।

 ৫. নির্দিষ্ট সময়ের তথ্য খোঁজার কৌশল

আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার। তুমি কি জানো মায়ানমারের রাজধানীর নাম কী?

মিয়ানমারের বর্তমান রাজধানীর নাম ‘নাইপিদো বা নেপিদো’। নাইপিদো শহরটি সম্প্রতি মায়ানমারের রাজধানী হিসেবে গৃহীত হয়েছে। এর আগে মায়ানমারের রাজধানীর নাম ছিলো ‘রেংগুন বা ইয়াংগুন’। তুমি যদি গুগলে মায়ানমারের রাজধানীর নাম জানতে অনুসন্ধান করো, তাহলে কোথাও কোথাও মায়ানমারের রাজধানী হিসেবে রেঙ্গুন/ইয়াঙ্গুন আবার কোথাও কোথাও নাইপিদো প্রদর্শন করতে পারে।

অর্থাৎ, একাধিক ধরনের উত্তর প্রদর্শন করায় কোনটি বর্তমান ও আসল রাজধানী এটি জানতে চাইলে তুমি বিভ্রান্তির শিকার হতে পারো। তাহলে এই সমস্যা থেকে উত্তরণের উপায় কী?

এই সমস্যা থেকে উত্তরণের জন্য তোমাকে ‘নির্দিষ্ট সময়ের তথ্য গুগলে খুঁজে বের করার পদ্ধতি জানতে হবে।  

গুগলে সাম্প্রতিক সময়ের তথ্য পাওয়ার পদ্ধতিটি নিম্নরূপ-

তুমি যখন কোনো কিছু অনুসন্ধান করবে, তখন ফলাফল প্রদর্শন পৃষ্ঠায় অন্যান্য অপশনের সঙ্গে Tools নামে একটি বোতাম আসবে। এই টুলসে ক্লিক করলে Any time অর্থাৎ যেকোনো সময়ের তথ্যের অপশন দেখাবে। এটি পরিবর্তন করে ‘গত এক ঘণ্টা’, ‘এক দিন’, ‘এক সপ্তাহ’, ‘এক মাস’ কিংবা ‘এক বছর’ ইত্যাদি প্রয়োজনানুসারে দিতে হবে। এভাবে তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে সংগঠিত হওয়া ঘটনা সম্পর্কে যথাযথ তথ্য খুঁজে বের করতে পারবে।

 ৬. ছবি সম্পর্কে তথ্য পেতে

তথ্য খোঁজার পাশাপাশি গুগলে ছবি, ভিডিও, খবর, মানচিত্র, বই খোঁজা যায়। এদের মধ্যে বিশেষ করে গুগল ইমেজ সার্চ পদ্ধতি আমাদের বিভিন্ন কাজে বহুল ব্যবহৃত হয়।

তুমি গুগলে কোনো ছবি আপলোড করে কিংবা ছবির লিংক দিয়ে একই ধরনের আরও ছবি খুঁজতে পারো। এ জন্য কম্পিউটার থেকে গুগল ইমেজে (images.google.com) গিয়ে সার্চ বারের ডান দিকের ক্যামেরা শাটার আইকনে ক্লিক করো। এবার এখানে ছবির লিংক পেস্ট করে অথবা ‘আপলোড অ্যান ইমেজ’ বোতামে ক্লিক করে কম্পিউটার থেকে নির্দিষ্ট ছবিটি আপলোড করো। এভাবে সার্চ করলে প্রদত্ত ছবির মতো আরো যেসব ছবি আছে সেগুলো গুগল প্রদর্শন করবে।