ফিল্টার্ড সার্চ

বই পড়ার অভ্যাস থাকলে আপনার বাড়ীতে একটি লাইব্রেরী থাকা খুবই স্বাভাবিক। এখন লাইব্রেরীতে যদি বইগুলো এলোমেলোভাবে সাজানো থাকে তবে প্রয়োজনীয় সময় আপনার চাহিদামাফিক বইটি খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়বে। কিন্তু আপনি যদি গল্পের বইগুলো নির্দিষ্ট একটা স্থানে, কবিতার বই আরেকটি স্থানে, প্রবন্ধ ও উপন্যাস আরেক জায়গায় এভাবে গুছিয়ে রাখেন তবে প্রয়োজনের সময় সহজেই কাঙ্খিত বইটি খুঁজে পাওয়া সম্ভব। ফিল্টার্ড সার্চ বিষয়টিও অনেকটা এরকম। জিমেইলে আপনার পুরানো মেইলগুলো সব গোছানোই থাকে সেখান থেকে ফিল্টার করে আপনার চাহিদামত মেইলটি সামনে হাজির করা যাবে ফিল্টার্ড সার্চ প্রক্রিয়ার ম্যাধ্যমে। 

অনলাইনে বার্তা, ছবি, ডকুমেন্ট ইত্যাদি আদান প্রদানের মাধ্যম হলো জি মেইল। যারা নিয়মিত জি মেইল ব্যবহার করেন তাদের জিমেইল অ্যাকাউন্টে পুরানো দিনের অনেক মেইল জমা হয়ে থাকে। ইনবক্সে অনেক মেইল জমা হয়ে থাকলে সেখান থেকে প্রয়োজনীয় মেইলটি খুঁজে পাওয়া একটু কঠিন। কিন্তু ফিল্টার্ড সার্চ প্রক্রিয়ায় নির্দিষ্ট কয়েকটি অপশনের সাহায্যেই দরকারি ইমেইল খুঁজে পাওয়া সম্ভব। এর ফলে অনেক পুরনো ই মেইলও অতি সহজে খুঁজে পাওয়া যাবে। জিমেইলের সার্চ বক্সের ডান পাশে ক্লিক করে  পুরানো দিনের যে মেইলটি আপনি খুঁজে পেতে চান সেই মেইলটি কোন ঠিকানা থেকে পাঠানো হয়েছিল, কার কাছে পাঠানো হয়েছিল, মেইলের বিষয় কী ছিলো, মেইল পাঠানোর তারিখ, মেইলের সাথে কোন অ্যাটাচমেন্ট ছিল কিনা, মেইলের সাইজ এ সকল তথ্যের ভিতরে যতগুলো সম্ভব পূরণ করে সার্চ দিলেই আপনার কাঙ্খিত মেইলটি খুঁজে পাওয়া যাবে।