ডিভাইস সুরক্ষিত রাখতে করনীয়

বর্তমানে ডিজিটাল ডিভাইসের ব্যবহার ছাড়া আমরা দৈনন্দিন জীবন কল্পনা করতে পারি না। কাছের কিংবা দূরের মানুষের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনলাইন সেবা গ্রহণের জন্য আমরা ডিজিটাল ডিভাইসের উপর নির্ভরশীল। এজন্য আপনার ব্যক্তিগত ডিভাইসটি যাতে সুরক্ষিত থাকে এবং ডিভাইসটির সর্বোচ্চ ব্যবহার যাতে আপনি করতে পারেন সেই বিষয়ে খেয়াল রাখতে হবে।

চলুন, তাহলে আমরা জেনে নিই কীভাবে আমরা আমাদের ব্যক্তিগত ডিভাইসটি সুরক্ষিত রাখতে পারি।

 (১) ডিভাইসটি লক রাখতে পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন ব্যবহার করুন

আপনার ডিভাইসটিকে সুরক্ষিত রাখতে একটি পাসকোড, পিন বা প্যাটার্ন লকের ব্যবস্থা করে রাখুন৷ আপনি যদি আপনার ডিভাইসটি কোথাও ফেলে আসেন বা হারিয়ে ফেলেন  তাহলে এই ব্যবস্থাগুলো একটি প্রতিরোধক হিসাবে কাজ করবে; ফলে অন্য কেউ আপনার তথ্যগুলো ব্যবহার করতে পারবে না। অর্থাৎ আপনার সংবেদনশীল তথ্যগুলোকে সুরক্ষিত থাকবে।

 (২) অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন

প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করার পূর্বে অ্যাপটির রেটিং এবং রিভিউ বা মন্তব্যগুলো পড়ে দেখুন। অ্যাপটি ডাউনলোড করা অবস্থায় এন্টিভাইরাস চালু রাখবেন এবং ডাউনলোড শেষে কোনো অপ্রয়োজনীয় প্রবেশাধিকার চাইলে অ্যাপটি আনইনস্টল করে ফেলুন। 

 (৩) অপারেটিং সিস্টেম এবং অ্যাপ আপডেট রাখুন

আপনার ডিভাইসটির অপারেটিং সিস্টেম এবং অ্যাপ আপডেট বা হালনাগাদ রাখুন। সাধারণত আপনার ডিভাইস আপডেটেড বা হালনাগাদকৃত করা থাকলে তা শুধুমাত্র নতুন বৈশিষ্ট্য যোগ করে না, বরং কঠোর নিরাপত্তাও প্রদান করে।

 (৪) অনলাইন লেন-দেনের পর ওয়েবসাইটগুলি থেকে লগ আউট করুন

আপনি যদি আপনার মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ব্যাংকিং বা অন্য কোনো লেনদেন করেন তাহলে কাজ সম্পূর্ণ হয়ে গেলে সেই সাইটগুলি থেকে লগ আউট করুন। আর সর্বজনীন (পাবলিক) ওয়াই ফাই-এ থাকাকালীন লেনদেনগুলি এড়িয়ে যান৷

 (৫) ডিভাইসের ওয়াই ফাই এবং ব্লুটুথ বন্ধ রাখুন

 ব্যবহার না হলে  আপনার ডিভাইসের ওয়াই ফাই এবং ব্লুটুথ বন্ধ করে রাখুন৷

(৬) ওয়াই-ফাই থেকে সতর্ক থাকুন

সুরক্ষিত রাখার জন্য আপনার ডিভাইসকে সর্বজনীন (পাবলিক) বা অরক্ষিত (পাসওয়ার্ডের প্রয়োজন নেই) এমন ওয়াই ফাই-এর সাথে সংযুক্ত করা থেকে এড়িয়ে চলুন।

 (৭) ডিভাইস চার্জের ব্যবহারে সতর্ক থাকুন

আপনার ডিভাইসটিতে সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়ার পরেও ডিভাইসটি চার্জে দিয়ে রাখবেন না। আপাতদৃষ্টিতে এতে ডিভাইসের কোনো ক্ষতি চোখে পড়ে না। কিন্তু দীর্ঘ মেয়াদে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর ব্যবহার করা না হলে ফোনটি লক  করে রাখা উচিত। ফোন লক করা না থাকলে স্বয়ংক্রিয়ভাবে কিছু সেবা চলে এবং স্বাভাবিকভাবেই এতে ব্যাটারি খরচ হয়। তাই চার্জ ধরে রাখতে লকের দিকে খেয়াল রাখা উচিত।

(৮) অ্যান্টিভাইরাস ব্যবহার করুন

ডেস্কটপ বা ল্যাপটপে হালনাগাদকৃত এন্টিভাইরাস ব্যবহার করলে আপনার ডিভাইসটিকে বিভিন্ন ভাইরাসের হাত থেকে রক্ষা করতে পারবেন।

আমাদের দৈনন্দিন জীবনে ডিজিটাল ডিভাইস ওতপ্রোতভাবে জড়িয়ে থাকায় আমাদের ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তার সাথে ডিভাইসের সুরক্ষা ও নিরাপত্তা সম্পর্কযুক্ত হয়ে পড়েছে। তাই বর্ণিত পদক্ষেপগুলো গ্রহণ করে ডিভাইসের সুরক্ষায় যত্নবান হোন।