ব্রাউজার কী?
আমাদের আশেপাশে চোখ বুলালেই আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জয়জয়কার দেখতে পাই। দৈনন্দিন জীবনে আমাদের সকল কাজ-কারবার এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। এক সময়ে আমরা যোগাযোগের জন্য চিঠি লিখতাম, এখন মোবাইলে ক্ষুদে বার্তা পাঠাই অথবা ইন্টারনেট ব্যবহার করে ইমেইল করি। স্কুলে ভর্তি হওয়া, চাকরির আবেদন ইত্যাদি কাজের জন্য পূর্বে আমাদেরকে কাগজে লেখা ফরম পূরণ করতে হতো। অনেক সময়ে এসব কাজের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে শারীরিকভাবে উপস্থিত থাকতে হতো। বর্তমানে আমরা ইন্টারনেটের সাহায্যে ঘরে বসেই এসব কাজ করে ফেলতে পারি। ইন্টারনেটের ব্যবহার আমাদের জীবনযাপন প্রক্রিয়াকে সহজ করেছে।
মনে কর, পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত দেখতে তুমি পরিবারের সাথে কক্সবাজারে যাচ্ছ। কক্সবাজারে আরো কী কী দর্শনীয় স্থান রয়েছে তা জানতে তুমি ইন্টারনেটের সহায়তা নিয়েছ। এক্ষেত্রে, তুমি আসলে ইন্টারনেটে কিছু ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করেছো।
কিন্তু এই ওয়েব সাইটে কীভাবে যাবে? ওয়েব সাইটের ঠিকানা কোথায় লিখবে?
ইন্টারনেটের মাধ্যমে আমরা কোনো নির্দিষ্ট কাজ করতে চাইলে আমাদেরকে বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করতে হয়। বিভিন্ন ওয়েব সাইটে প্রবেশের জন্য নির্দিষ্ট সফটওয়্যার আছে। যে কোন ওয়েব সাইটে প্রবেশের আগে ঐ নির্দিষ্ট সফটওয়্যার চালু করতে হবে। তারপর ঐ সফটওয়্যারের মাধ্যমে চাহিদা মাফিক ওয়েব সাইটে প্রবেশ করা যাবে।
যে সফটওয়ার বা অ্যাপ ব্যবহার করে ইন্টারনেটে প্রবেশ করা যায় তাকে ব্রাউজার বলে। ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে কোন ওয়েব সাইট বা তথ্য অনুসন্ধান করার প্রক্রিয়াকে বলে ব্রাউজিং।
গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, মজিলা ফায়ার ফক্স এগুলো ব্রাউজারের উদাহরণ।
সার্চ ইঞ্জিন কী?
ধরো, কেউ একজন করোনা ভাইরাসের টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে চায়, কিন্তু সে জানে না কোন ওয়েব সাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে। ইন্টারেনেট ব্যবহার করে সে কিন্তু এই তথ্যটি খুঁজে বের করতে পারে। ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করার জন্য নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বা সফটওয়্যার আছে, এগুলোকে বলে সার্চ ইঞ্জিন। যে কোন একটি সার্চ ইঞ্জিন চালু করে সেখানে “করোনা ভাইরাসের টিকা রেজিস্ট্রেশন” লিখে সার্চ দিলে https://surokkha.gov.bd/ এই ওয়েব সাইটের সন্ধান পাওয়া যাবে।
সহজ কথায়, বিভিন্ন ধরনের তথ্যের সন্ধান করার জন্য যে ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করা হয় তাকে সার্চ ইঞ্জিন বলে। গুগল, ইয়াহু, বিং সার্চ ইত্যাদি বিভিন্ন সার্চ ইঞ্জিন এর উদাহরণ।