ব্রাউজার ও সার্চ ইঞ্জিন পরিচতি

ব্রাউজার:

আপনার ডিজিটাল ডিভাইসের (কম্পিউটার, স্মার্টফোন ইত্যাদি) অনেকগুলো সুবিধার মধ্যে একটি হচ্ছে মোবাইল ডাটা বা ওয়াই-ফাই থাকলে আপনি যখন তখন ইন্টারনেটে যুক্ত হতে পারছেন। ডিভাইসে ইন্টারনেট সংযোগের ফলে বিশ্বের অনেক কিছুই আমাদের হাতে চলে আসে। তবে ইন্টারনেটের সাথে যুক্ত হতে হলে কিছু প্রক্রিয়া আছে। ইন্টারনেটের ক্ষেত্রে ব্রাউজার ও সার্চ ইঞ্জিন গুরুত্বপূর্ণ দুইটি বিষয়। এই দুইটি সম্পূর্ণ আলাদা হলেও অনেকেই এগুলো একই বলে মনে করেন। তাই ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের ব্যাপারে সবারই স্পষ্ট ধারণা থাকা দরকার।

উদাহরণস্বরূপ – আধুনিক কৃষি তথ্য সেবা সহজলভ্যকরণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার “কৃষি তথ্য সার্ভিস” নামে একটি ওয়েবসাইট (https://www.ais.gov.bd/) চালু করেছেন। এই ওয়েবসাইটে প্রবেশ করে যে কেউ কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবেন। কিন্তু আপনি কী

ভাবে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন?

ওয়েবসাইটসমূহে প্রবেশ করার জন্য নির্দিষ্ট ধরনের অ্যাপ/সফটওয়্যার আছে। এই অ্যাপ/সফটওয়্যার চালু করে প্রয়োজন অনুযায়ী ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যায়। সুতরাং, ব্রাউজার হচ্ছে এমন অ্যাপ বা সফটওয়্যার যা ডিভাইসে ইনস্টল করে ইন্টারনেটে প্রবেশ করা যায় এবং বিভিন্ন তথ্য অনুসন্ধান করা যায়। ব্রাউজার থাকলে আপনি ইন্টারনেটের বিশাল তথ্য ভাণ্ডারে প্রবেশ করতে পারবেন এবং তথ্য অনুসন্ধান (ব্রাউজিং) করতে পারবেন। কয়েকটি সুপরিচিত ব্রাউজার হচ্ছে : গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি। 

সার্চ ইঞ্জিন:

আবার ধরা যাক, কেউ একজন কৃষি সংক্রান্ত কোন নির্দিষ্ট তথ্য জানতে চান। কিন্তু তিনি জানেন না যে কোন ওয়েবসাইটে এসব তথ্য তিনি খুঁজে পাবেন। এক্ষেত্রে করণীয় কি হতে পারে?

যে কোন ব্রাউজার চালু করে সার্চ বক্সে ‘কৃষি তথ্য’ লিখে খোঁজ করলেই এই সংক্রান্ত এই সংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট ওয়েব লিঙ্ক তার সামনে চলে আসবে। এমনকি https://www.ais.gov.bd/ ওয়েবসাইটটির সন্ধানও পাওয়া যাবে।

অর্থাৎ সার্চ ইঞ্জিন এমন ধরনের সফটওয়্যার যা ইন্টারনেট থেকে আমাদের চাহিদামাফিক তথ্য খুঁজে দেয়। এই তথ্য খুঁজে বের করার জন্য সার্চ ইঞ্জিন সার্চ বক্সে লিখিত বিভিন্ন কি-ওয়ার্ড এবং বাক্যাংশ ব্যবহার করে থাকে। বহুল পরিচিত কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে – গুগল, ইয়াহু, বিং ইত্যাদি।