ব্রাউজার কী?
ডিজিটাল ডিভাইসের সাথে সাথে আপনার কাছে যদি ইন্টারনেট সংযোগ থাকে তবে অনেককিছু হাতের মুঠোয় চলে আসে । কিন্তু এর জন্য কিছু প্রক্রিয়া আছে। ইন্টারনেটে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সফটওয়্যার/অ্যাপ ব্যবহার করতে হয়।
যেমন আপনার জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য আছে সরকারি ওয়েবসাইটে। আপনার জেলা যদি হয় যশোর তবে http://www.jessore.gov.bd/ এই ওয়েব সাইটে গিয়ে যশোর জেলার বিস্তারিত তথ্য পাওয়া যাবে। কিন্তু এই ওয়েবসাইটে কীভাবে যাবেন? ওয়েবসাইটের ঠিকানা কোথায় লিখবেন?
বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের জন্য নির্দিষ্ট সফটওয়্যার আছে। যে কোন ওয়েব সাইটে প্রবেশের আগে ঐ নির্দিষ্ট সফটওয়্যার চালু করতে হবে। তারপর ঐ সফটওয়্যারের মাধ্যমে চাহিদামাফিক ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
যে সফটওয়ার/অ্যাপ ব্যবহার করে ইন্টারনেটে প্রবেশ করা হয় তাকে ব্রাউজার বলে। ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে কোন ওয়েবসাইট বা তথ্য অনুসন্ধান করার প্রক্রিয়াকে বলে ব্রাউজিং।
গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, মজিলা ফায়ার ফক্স এগুলো ব্রাউজারের উদাহরণ।
ব্রাউজার ব্যবহার করে তথ্য অনুসন্ধান-
মনে করুন, কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট http://www.ais.gov.bd/ থেকে মাছ চাষ সম্পর্কিত তথ্য আপনার প্রয়োজন।
এই ঠিকানা অনেকেই জানতে পারে, কিন্তু কীভাবে এই ওয়েবসাইট দেখা যাবে, কীভাবে তথ্য পাওয়া যাবে এই সমস্যাগুলোর সমাধান পাওয়া যাবে ব্রাউজারের মাধমে।
ব্রাউজার ব্যবহার করে তথ্য অনুসন্ধানের জন্য প্রথমে গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার বা যে কোন একটি ব্রাউজার চালু করতে হবে। এরপর সেই ব্রাউজারের অ্যাড্রেস বারে http://www.ais.gov.bd/
এই ঠিকানা লিখে ইন্টার চাপলেই নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ওয়েব সাইট থেকে আপনি আপনার প্রয়ো্জনীয় তথ্য পেয়ে যাবেন।
সার্চ ইঞ্জিন কী? এবং এর ব্যবহার।
মনে করুন আপনার জেলা যশোর। এই জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনার প্রয়োজন। কিন্তু তথ্যগুলো কোথায় পাওয়া যাবে তা আপনি জানেন না। সেক্ষেত্রে কী করবেন?
ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করার জন্য নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বা সফটওয়ার আছে, এগুলোকে বলে সার্চ ইঞ্জিন। যে কোন একটি সার্চ ইঞ্জিন চালু করে সেখানে “যশোর জেলা” লিখে সার্চ দিলে http://www.jessore.gov.bd/ এই ওয়েব সাইটের সন্ধান পাওয়া যাবে। এভাবে সার্চ ইঞ্জিন এর মাধ্যমে তথ্য অনুসন্ধান করা হয়।
বিভিন্ন ধরনের তথ্যের সন্ধান করার জন্য যে সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করা হয় তাকে সার্চ ইঞ্জিন বলে। গুগল, ইয়াহু, বিং সার্চ বিভিন্ন সার্চ ইঞ্জিন এর উদাহরণ।
শিশুদের জন্য উপযোগী কিছু সার্চ ইঞ্জিন হলো:
https://www.safesearchkids.com/: সেফ সার্চ কিডস হল Google এর একটি কাস্টম সার্চ ইঞ্জিন যার মাধ্যমে শিশু সহ সকল বয়সের মানুষ আরও নিরাপদে ইন্টারনেটে অনুসন্ধান করতে পারে৷ অনলাইনের সম্ভাব্য ক্ষতিকারক উপাদানকে ব্লক করার জন্য এই সার্চ ইঞ্জিনে অতিরিক্ত একটি ফিল্টার যুক্ত করা হয়। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, অ্যান্ড্রয়েড মোবাইলে এই সার্চ ইঞ্জিন ব্যবহার করা যায়।
https://www.kiddle.co/: শিশুদের জন্য বিশেষভাবে লেখা নিরাপদ একটি ওয়েবসাইট www.kiddle.co। এই ওয়েব সাইটের বিষয়বস্তুগুলো সহজ ভাষায় বাচ্চাদের উপযোগী করে লেখা হয়েছে।