বিভিন্ন ধরনের ব্রাউজার ও সার্চ ইঞ্জিন পরিচিতি

ব্রাউজার কী?

আপনি আজকের আবহাওয়া সম্পর্কে জানতে চাইলে আপনি আপনার ডিজিটাল ডিভাইসের কোথায় প্রবেশ করবেন? কীভাবে কাজটি সম্পন্ন করবেন? আপনার ডিজিটাল ডিভাইসের কোন অ্যাপ  ব্যবহার করবেন? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের জানতে হবে যে ব্রাউজার বা সার্চ ইঞ্জিন কী।

আমরা জানি যে, ডিজিটাল ডিভাইসের সাথে ইন্টারনেট সংযোগ থাকলে পৃথিবীর বিভিন্ন তথ্য আমাদের হাতের মুঠোয় চলে আসে। কিন্তু এর জন্য কিছু প্রক্রিয়া আছে। ইন্টারনেটে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সফটওয়্যার/অ্যাপ ব্যবহার করতে হয়।

যেমন, বিভিন্ন শ্রেণির বিভিন্ন বিষয়ের পাঠ্যপুস্তক http://www.nctb.gov.bd/ এই ওয়েবসাইটে পাওয়া যাবে। কিন্তু এই ওয়েব সাইটে কীভাবে যাবেন? ওয়েব সাইটের ঠিকানা কোথায় লিখবেন?

বিভিন্ন ওয়েব সাইটে প্রবেশের জন্য নির্দিষ্ট সফটওয়্যার আছে। যে কোন ওয়েব সাইটে প্রবেশের আগে ঐ নির্দিষ্ট সফটওয়্যার চালু করতে হবে। তারপর ঐ সফটওয়্যারের মাধ্যমে চাহিদামাফিক ওয়েব সাইটে প্রবেশ করা যাবে।

যে সফটওয়ার/অ্যাপ ব্যবহার করে ইন্টারনেটে প্রবেশ করা হয় তাকে ব্রাউজার বলে। ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে কোন ওয়েব সাইট বা তথ্য অনুসন্ধান করার প্রক্রিয়াকে বলে ব্রাউজিং।

গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, মজিলা ফায়ার ফক্স এগুলো ব্রাউজারের উদাহরণ। কিছু ওয়েব ব্রাউজার সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য জেনে ফেলা যাক- 

গুগল ক্রোম: গুগল ক্রোম বহুল ব্যবহৃত একটি ওয়েব ব্রাউজার। যে কোনো ধরনের ওয়েবসাইট প্রবেশ করতে আপনার একটি ওয়েব ব্রাউজার প্রয়োজন। গুগল ক্রোম এমনই এক ধরনের ওয়েব ব্রাউজার। সাধারণত আপনার ডিভাইসটিতে গুগল ব্রাউজার অ্যাপ 'ডিফল্ট' অর্থাৎ আগে থেকেই থাকে। তবে কোনো কারণে না থাকলে প্লেস্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনি এই ওয়েব ব্রাউজারটি ডাউনলোড করে নিতে পারেন।

ইন্টারনেট এক্সপ্লোরার: ইন্টারনেট এক্সপ্লোরার এমন একটি ওয়েব ব্রাউজার যেটি মূলত ডেস্কটপ বা কম্পিউটারের বেশি ব্যবহার করা হয়।

অপেরা: প্লেস্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে আমরা এই ব্রাউজারটি আমাদের মোবাইল ফোন বা ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহার করতে পারি। এই ব্রাউজার ব্যবহার করে আমরা যেকোনো ধরনের ওয়েবসাইট প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারব।

 

সার্চ ইঞ্জিন কী?

­­­­কিন্তু কোন ওয়েব সাইটে আপনার কাঙ্খিত তথ্য, ছবি বা ভিডিওটি পাবেন? ইন্টারেনেট ব্যবহার করে কিন্তু এই তথ্যটি আপনি খুব সহজে খুঁজে বের করতে পারেন। ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করার জন্য নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বা সফটওয়ার আছে, এগুলোকে বলে সার্চ ইঞ্জিন। যে কোন একটি সার্চ ইঞ্জিন চালু করে সেখানে “নবম শ্রেণির বাংলা ১ম পত্র বই” লিখে সার্চ দিলে http://www.nctb.gov.bd/ এই ওয়েব সাইটের সন্ধান পাওয়া যাবে।

অর্থাৎ, বিভিন্ন ধরনের তথ্যের সন্ধান করার জন্য যে সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করা হয় তাকে সার্চ ইঞ্জিন বলে। গুগল, ইয়াহু, বিং সার্চ বিভিন্ন সার্চ ইঞ্জিন এর উদাহরণ।

কিছু সার্চ ইঞ্জিন সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য নিচে দেওয়া হলো-

গুগল: এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন এবং এই ইঞ্জিন সর্বদা সেরা ফলাফল প্রদান এবং ব্যবহারকারীদেরঅভিজ্ঞতা উন্নত করার চেষ্টা করছে।

বিং: এটি মাইক্রোসফট কর্তৃক ডেভেলপ করা একটি সার্চ ইঞ্জিন। বিং মাইক্রোসফটের ওয়েব ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনটি মাইক্রোসফটের বিভিন্ন পরিষেবা, ছবি, ওয়েব এবং ভিডিও অনুসন্ধান সহ মানচিত্র এবং বিভিন্ন সেবা প্রদান করে।

ইয়াহু: এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এটি ইমেজ বা স্থির চিত্র, ভিডিও, স্থানীয়, শপিং, অডিও, খবর এবং আরও অনুসন্ধানের জন্য ফলাফল প্রদান করে।

পিপীলিকা: এটি বাংলাদেশি সার্চ ইঞ্জিন যা বাংলায় বিভিন্ন তথ্য, ছবি, ভিডিওসহ বিভিন্ন কন্টেন্ট খুঁজতে ব্যবহার করা যায়। 

এই আলোচনা থেকে আমরা বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন সম্পর্কে ধারণা পেলাম যেটি আমরা পরবর্তীতে কাজে লাগিয়ে কার্যকর উপায়ে তথ্য অনুসন্ধান করতে পারব।