আ্যপ স্টোর বা ইন্টারনেটের মাধ্যমে মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার নিয়ম

স্মার্ট ফোন এবং ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন গুরুত্বপূর্ণ একটি বিষয়। আধুনিক বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনগুলো জীবনকে করেছে সহজ এবং গতিশীল। মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য প্রথমে এটি সঠিকভাবে ডাউনলোড করতে হবে সংশ্লিষ্ট অ্যাপ স্টোর থেকে। অধিকাংশ মোবাইল অ্যাপ ফ্রি তে ডাউনলোড করা যায়। কিছু অ্যাপ কিনতে হয় অ্যাপ স্টোর থেকে। আসুন জেনে নেওয়া যাক মোবাইল অ্যাপ্লিকেশন সঠিকভাবে ডাউনলোড করার নিয়মগুলো:

 

১। অ্যাপ স্টোর (এন্ড্রয়েড ফোনের ক্ষেত্রে প্লে স্টোর, আইফোনের ক্ষেত্রে অ্যাপ স্টোর) থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য প্রথমে ইন্টারনেট সংযোগ ও স্মার্ট ফোন প্রয়োজন। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ না থাকলে অ্যাপ ডাউনলোডের সময় সমস্যা হতে পারে।

২। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার পূর্বে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করা না থাকলে প্লে স্টোরে জিমেইল অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। https://play.google.com/store/apps এটি গুগল প্লে স্টোরের ঠিকানা।

৩। কাঙ্খিত অ্যাপের নাম দিয়ে প্লে স্টোরে সার্চ দিতে হবে। পছন্দমত অ্যাপের উপর ক্লিক করলে অ্যাপের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। যে অ্যাপটি ডাউনলোড করতে চান সেই অ্যাপের যে সাইজ বা আকার তার থেকে বেশী পরিমান জায়গা আপনার মোবাইলে ফ্রি থাকতে হবে। এর পর ইনস্টল এ ক্লিক করলে অ্যাপটি আপনার ডিজিটাল ডিভাইসে ডাউনলোড হওয়া শুরু করবে।

উপরের প্রক্রিয়ায় ফ্রি অ্যাপগুলো ডাউনলোড করা যায়। কিন্তু প্লে স্টোরে অনেক প্রয়োজনীয় অ্যাপ আছে যেগুলো কিনে ব্যবহার করতে হয়। সেই অ্যাপগুলো ডাউনলোড করার নিয়ম হলো:

 

যে অ্যাপটি কিনতে চান, সেই অ্যাপে ক্লিক করে ইন্সটল বা অ্যাপটির দামের ওপর ক্লিক করলে অ্যাপটি ইন্সটল করতে কী কী প্রয়োজন হবে, তার একটা তালিকা দেখাবে। এখান থেকে ‘Accept’-এ ক্লিক করতে হবে।

তারপর ‘পেমেন্ট ইনফরমেশন’ দিতে বলবে। আর আপনার কোনো কার্ড অ্যাড করা না থাকলে কার্ড অ্যাড করার অপশন আসবে। এখানে দুটি অপশন পাওয়া যাবে। একটা হচ্ছে Payments Methods আর অন্যটি Redeem। Payments Methods-এ ক্লিক করলে Add Credit or debit card অপশন পাওয়া যাবে। কার্ড নম্বর, CVC নম্বর এবং Expire তারিখ যুক্ত করার পর অ্যাপটি কেনা যাবে। এর পরই অবশ্য আপনার স্মার্টফোন কিংবা ডিভাইসে অ্যাপ ইন্সটল হবে।

 

আইফোন ব্যবহারকারীগণ https://www.apple.com/app-store/ এই ঠিকানা থেকে একই প্রক্রিয়ায় অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন।