আমরা অনেক সময় ইন্টারনেটে কোনো নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট সময়ের কোনো তথ্য খুঁজে বের করার চেষ্টা করে থাকি। সেক্ষেত্রে কি আমরা স্বাভাবিকভাবেই সার্চ করবো যেভাবে আমরা সার্চ ইঞ্জিনে করে থাকি? নাকি অন্য কোনো উপায় আছে?
মূলত যখন আমরা কিছু নির্দিষ্ট শর্তের অধীনে কোনো তথ্য খুঁজে পেতে চাই তখন আমরা গুগলে তথ্য অনুসন্ধানের জন্য ‘অ্যাডভান্সড সার্চ’ নামে একটি অপশন আছে, সেই অপশনটি ব্যবহার করতে পারি। তাহলে আজকে জেনে ফেলা যাক কীভাবে 'Advanced Search’ প্রক্রিয়াটি ব্যবহার করে কোনো নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে পারি।
ADVANCED SEARCH প্রক্রিয়ায় তথ্য অনুসন্ধান:
প্রক্রিয়াটির মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য খুব সহজেই পাওয়া সম্ভব। অ্যাডভান্সড সার্চের মাধ্যমে কোন তথ্য অনুসন্ধান করলে গুগল অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে একদম সুনির্দিষ্ট তথ্যটিই প্রদর্শন করবে।
অ্যাডভান্সড সার্চ প্রক্রিয়ায় তথ্য অনুসন্ধানের জন্য প্রথমে আপনি একটি সার্চ ইঞ্জিনে প্রবেশ করে আপনি যে বিষয়ে তথ্য জানতে চান সেটি সার্চবারে লিখে সার্চ করবেন। তারপর যে পাতাটি আপনার সামনে আসবে সেখানে ডানপাশে একটি সেটিংস আইকন দেখতে পাবেন; সেখানে ক্লিক করে Advanced search অপশনে যেতে হবে। নতুন পেজ এলে যেসব শব্দ খুঁজতে চান সেগুলো all these words বক্সে, যে শব্দটি অবশ্যই গুরুত্বের সঙ্গে খুঁজবেন সেটি this exact word or phrase ঘরে, যেকোনো একটি শব্দ খুঁজতে any of these words-এর ঘরে, ভাষা নির্বাচন করতে language, নির্দিষ্ট দেশভিত্তিক ফলাফল পেতে region, নির্দিষ্ট সময়ের ব্যপ্তি নির্ধারণ করতে last update, ওয়েবপেজের ঠিক কোথায় খুঁজবে সেটি নির্ধারণে terms appearing এবং যদি কোনো নির্দিষ্ট টাইপের ফাইল খুঁজতে হয় তাহলে File type বক্স থেকে নিজের প্রয়োজনীয় অপশনটি বাছাই করতে হবে।
এরপর অ্যাডভান্সড সার্চ বাটনে ক্লিক করলে চাহিদামাফিক তথ্যটি সুনির্দিষ্ট ভাবে পাওয়া যাবে।
এভাবে আমরা নির্দিষ্ট ভাষায় নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট সময়ের আমাদের কাঙ্ক্ষিত তথ্যটি বেশ সহজে পেয়ে যেতে পারি।