ডিজিটাল লিটারেসি কুইজ

মোট প্রশ্ন: 15 টি

সময়: 10 মিনিট

মার্ক১৫
নির্দেশনাবলী:

অনুগ্রহ করে এই পেজ বন্ধ বা রিফ্রেশ করবেন না, অন্যথায় আবার পুনরায় নতুন করে শুরু হবে।

প্রশ্ন: /১৫

সময়:

১. ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহারের হলে কিসের সম্ভাবনা বেড়ে যায়?

২. পুলক তার ফেইসবুক অ্যাকাউন্টের জন্য খুব সহজ একটি পাসওয়ার্ড নির্বাচন করল। কিছুদিন পর সে আর তার অ্যাকাউন্টে লগ ইন করতে পারল না। এক্ষেত্রে সে কোন ঝুঁকির শিকার হয়েছে?

৩. ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়ন্ত্রন করতে নিচের কোনটি করণীয়?

৪. কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে একটি অপ্রত্যাশিত উইন্ডো (নতুন ওয়েব পেজ) চালু হলে ওয়েবসাইটটি কেমন হওয়ার সম্ভাবনা থাকে?

৫. ব্রাউজিং কী?

৬. বাংলাদেশ সরকারের কোন অধিদপ্তরের উদ্যোগে চাইল্ড হেল্পলাইন নম্বর গৃহিত হয়েছে?

৭. ভুল তথ্য শেয়ারের কারণে কী সমস্যা হতে পারে?

৮. সাইবার অপরাধীদের শাস্তির ব্যবস্থা না করলে কী হয়?

৯. আপনার ব্যক্তিগত তথ্যগুলো কী?

১০. কেমন উৎস থেকে ফাইল/মিডিয়া ডাউনলোড করা উচিৎ?

১১. সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে ‘গ্রুপ কী’?

১২. ‘কৃষি তথ্য সেবা’ চালু করার মূল উদ্দেশ্য কি?

১৩. কোন ওয়েবসাইটে শুধুই ইলেকট্রনিক পণ্য পাওয়া যায়?

১৪. কোন কাজটির জন্য গুগল একাউন্ট আবশ্যক নয়?

১৫. থার্ড পার্টি অ্যাপে তথ্য প্রদান করলে-